আজ বন্ধুর কাছ থেকে কোনও সাহায্য নিতে হতে পারে। ঋণ শোধ করার জন্য আজ ভাল সুযোগ পাবেন।
মামাবাড়ির তরফ থেকে কোনও উপহার পেতে পারেন। প্রেমে জটিলতা থাকতে পারে, তবে রাতের দিকে মিটে যাবে। আজ কোনও বড় খরচ হবে না। বাড়িতে আত্মীয় আসায় ভূরিভোজ ভাল হবে। সন্তানদের বায়না আজ না শোনাই উচিত।