আজ কর্ম থেকে বিরতি নিয়ে কোথাও বেড়িয়ে আসার ইচ্ছা জাগবে। শত্রুরা আজ আপনাকে ঠকানোর চেষ্টা করবে।
খুব সাবধানে থাকুন। গুরুবাড়ি যাওয়ায় শান্তির উদয় হবে। ডাক্তারদের জন্য কোনও সুখবর অপেক্ষা করছে। স্ত্রীর ভাগ্যে সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রেমের সঙ্গীর জন্য অশান্তি। আজ বুঝে খরচ করলেও সঞ্চয় হবে না।