বিবাহিত নারীদের স্বামীর প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া প্রয়োজন। আজ ভালই বিশ্রাম নেওয়া হবে।
আজ কারও প্রশংসা করতে পিছপা হবেন না। আপনার কর্মকুশলতায় কর্মক্ষেত্রে আজ বেশ প্রশংসা পাবেন। ধৈর্য হারালে পারিবারিক শান্তি ভঙ্গ হবে। ভাইয়ের শরীরের দিকে আজ বিশেষ নজর দিন। পুজোপাঠে শান্তির উদয়। ব্যয় হবে।