Ganesh Chaturthi 2025

গণেশ চতুর্থীর দিন চাঁদমামার পানে চাওয়া অশুভ? চাঁদ দেখলে কি ক্ষতি হতে পারে? রেহাই পাওয়ার উপায় কী?

গজাননের গজ-সম মাথা থেকে ভাঙা দাঁত, সব কিছু ঘিরেই রয়েছে নানা গল্প। তেমনই গণেশ চতুর্থীতে চাঁদ দেখা ঘিরেও একটি কাহিনির উল্লেখ রয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৫:১৫
Share:

—প্রতীকী ছবি।

সিদ্ধিদাতা গণেশকে ঘিরে আমাদের পৌরাণিক গ্রন্থ তথা জ্যোতিষশাস্ত্রে নানা কাহিনির উল্লেখ রয়েছে। গজাননের গজ-সম মাথা থেকে ভাঙা দাঁত, সব কিছু ঘিরেই রয়েছে নানা গল্প। তেমনই গণেশ চতুর্থীতে চাঁদ দেখা ঘিরেও একটি কাহিনির উল্লেখ রয়েছে। গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা শুভ নয় বলে মনে করা হয়। এর নেপথ্যকারণ কী জেনে নিন।

Advertisement

গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা শুভ নয় কেন?

কথিত রয়েছে, এক রাতে গণেশ তাঁর বাহন ইঁদুরের পিঠে চেপে বাড়ি ফিরছিলেন। তখন রাতের আকাশে চাঁদ জ্বলজ্বল করছিল। রাস্তায় ইঁদুরের সামনে একটি সাপ চলে আসে। সাপটিকে দেখে ইঁদুরটি হকচকিয়ে যায় এবং ভয়ে লাফিয়ে ওঠে। গণেশ তাঁর বৃহদাকার ভুঁড়ি নিয়ে টাল সামলাতে পারেন না এবং রাস্তার উপর ধপাস করে পড়ে যান। গণেশের সেই অবস্থা দেখে চন্দ্রদেব হেসে ওঠেন। প্রভু গণেশ চন্দ্রদেবের এ রূপ আচরণে রুষ্ট হন এবং তাঁকে শাপ দেন। তিনি বলেন যে চাঁদের দিকে যে সকল মানুষ তাকাবেন, তাঁরা সকলেই মিথ্যা অপবাদে ফাঁসবেন। তাঁদের ভাগ্যে দুঃখের অন্ত থাকবে না। চন্দ্রদেব বুঝতে পারেন যে গণেশ রেগে গিয়েছেন। সেই কারণে তিনি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। গণেশ তাঁকে ক্ষমা করলেও জানান এক বার যেই শাপ দেওয়া হয়ে গিয়েছে, সেটি থেকে কাউকে পুরোপুরি মুক্তি দেওয়া সম্ভব নয়। সেই কারণে গণেশ চতুর্থীর দিন চাঁদের দিকে তাকানো অশুভ বলে বিবেচিত হয়।

Advertisement

এই দিন চাঁদ দেখে ফেললে কী করতে হবে?

১. গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখে ফেললে গণেশের মন্ত্র পাঠ করুন।

২. গণেশকে লাড্ডু ভোগ দিন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।

৩. গণেশ চতুর্থীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করুন।

৪. চতুর্থীর তিথি থাকতে থাকতে সাধ্যমতো কিছু দান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement