Do's and Don'ts during Chandra grahan

চন্দ্রগ্রহণ চলাকালীন পূর্ণিমার পুজো করা যাবে? রং খেলায় বাধা নেই তো? জেনে নিন কী করবেন, কী করবেন না

এই গ্রহণ ভারতে দৃশ্য নয়, তবুও পরম্পরা অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে, যা গ্রহণের সময় করা যাবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১২:২০
Share:

—প্রতীকী ছবি।

এই বছর দোলের দিনেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। গ্রহণ শুরু হতে চলেছে সকাল ৯টা ২৬ মিনিট থেকে। এই গ্রহণ ভারতে দৃশ্য নয়, তবুও পরম্পরা অনুযায়ী এমন কিছু কাজ রয়েছে, যা গ্রহণের সময় করা যাবে না। আবার এমন কিছু কাজ রয়েছে, যা গ্রহণের সময় করলে নানা প্রকার অশুভ প্রভাব থেকে বাঁচা যায়।

Advertisement

দেখে নেব গ্রহণ চলাকালীন কী করা যাবে এবং কী করা যাবে না:

১) অনেকেই ভাবছেন দোলের দিন যে হেতু গ্রহণ, তাই সেই সময় রং খেলা উচিত হবে কি না। গ্রহণ যে হেতু ভারতে দৃশ্যমান নয়, তাই রং খেলতেও কোনও অসুবিধা নেই। দোলের দিন যে কোনও সময়ই রং খেলতে পারেন।

Advertisement

২) গ্রহণ চলাকালীর পূর্ণিমার পুজো করা যাবে কি না সেটা নিয়েও মনে সংশয় থাকতে পারে। পুজো করতেও কোনও অসুবিধা নেই। দুপুর ১২টা ২৫ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তার আগে যে কোনও সময় পূর্ণিমার পুজো করা যাবে।

৩) গ্রহণের সময় চন্দ্রমন্ত্র জপ করা খুব শুভ বলে মানা হয়। এই মন্ত্র জপ করলে মন খুব শান্ত থাকবে এবং নানা অশুভ প্রভাবের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

৪) গ্রহণ চলাকালীন কোনও দরিদ্র ব্যক্তিকে সাধ্যমতো কিছু দান করুন। এ ছাড়া বাড়িতে দরিদ্রসেবাও করাতে পারেন, এতে চন্দ্রদেবের কৃপা লাভ করবেন।

৫) গ্রহণ চলাকালীন তুলসীপাতা ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় কয়েকটা তুলসীপাতা নিজের কাছে রেখে দিতে পারেন। এ ছাড়া রান্না করা খাবারের উপর তুলসীপাতা দিয়ে রাখতে হবে। যদি বাড়িতে আচার জাতীয় কিছু থাকে, তা হলে সেগুলির মধ্যেও তুলসীপাতা দিয়ে রাখতে হবে।

৬) গ্রহণের সময় শিবমন্ত্র জপ করাও শুভ। যে হেতু শিব মাথায় চন্দ্রকে ধারণ করে থাকেন, তাই এই সময় শিবপুজো করলে ভাল ফল লাভ হয়।

৭) গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী মহিলারা যতটা সম্ভব বাইরে বেরানো এবং ধারালো জিনিস ব্যবহার করা এরিয়ে চলবেন। গ্রহণ চলাকালীন চেষ্টা করবেন না ঘুমোতে। এ ছাড়া গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নিতে হবে।

৮) গ্রহণশেষে সকল মানুষেরই স্নান করে নেওয়া খুব ভাল। গ্রহণের পরে ঘরবাড়িও যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement