National News

#টেনইয়ারচ্যালেঞ্জ: দেখুন কেমন বদল হল এঁদের

সোশ্যাল মিডিয়ার নতুন চ্যালেঞ্জ। তার নাম #টেনইয়ারচ্যালেঞ্জ। ১০ বছর আগের সঙ্গে এখনকার চেহারায় কতটা বদল? শুরু করেছিল হলিউড। বলি তারকারাও সে পথে হাঁটছেন। ১০ বছর আগের ছবির সঙ্গে পোস্ট করতে শুরু করে দিয়েছেন এখনকারটাও। অনেকে এখনও চুপচাপ বসে রয়েছেন। নজর রাখছেন, কে কী পোস্ট করছেন সে দিকে। আপনি বরং অত অপেক্ষা না করে দেখে নিন গত এক দশকে এ দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলেবরা কতটা বদলেছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৭:১১
Share:
০১ ১৩

সোশ্যাল মিডিয়ার নতুন চ্যালেঞ্জ। তার নাম #টেনইয়ারচ্যালেঞ্জ। ১০ বছর আগের সঙ্গে এখনকার চেহারায় কতটা বদল? শুরু করেছিল হলিউড। বলি তারকারাও সে পথে হাঁটছেন। ১০ বছর আগের ছবির সঙ্গে পোস্ট করতে শুরু করে দিয়েছেন এখনকারটাও। অনেকে এখনও চুপচাপ বসে রয়েছেন। নজর রাখছেন, কে কী পোস্ট করছেন সে দিকে। আপনি বরং অত অপেক্ষা না করে দেখে নিন গত এক দশকে এ দেশের বিভিন্ন ক্ষেত্রের সেলেবরা কতটা বদলেছেন।

০২ ১৩

চেহারার পাশাপাশি আমূল বদল হয়েছে তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতেও। রাহুল গাঁধী ১০ বছর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। আর এখন তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি।

Advertisement
০৩ ১৩

তখন অর্থাৎ এক দশক আগে নরেন্দ্র মোদী ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ছাপ্পান্ন ইঞ্চির সেই মানুষটি এখন এ দেশের প্রধানমন্ত্রী।

০৪ ১৩

১০ বছর আগে তিনি ছিলেন রেলমন্ত্রী। তৎকালীন বিরোধী নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।

০৫ ১৩

২০০৮-এ ‘রব নে বনা দি জোড়ি’ দিয়ে বলিউডে পা দিয়েছিলেন অনুষ্কা শর্মা। কয়েকটি ছবি করার পরই প্লাস্টিক সার্জারি করে নিজের লুকও বদলে ফেলেন নায়িকা। এখনও বলিউডে অত্যন্ত প্রাসঙ্গিক অনুষ্কা। ইতিমধ্যে বিয়েও করেছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহালিকে।

০৬ ১৩

২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকটি দিয়ে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। সেই মিমিই এখন একের পর এক হিট ছবি করে চলেছেন। আর মাঝের এই দশ বছরে মিমির লুকেও বিরাট পরিবর্তন।

০৭ ১৩

অভিনেতা দেবের ‘চ্যালেঞ্জ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। আর এখন দেব অভিনেতার পাশাপাশি ঘাটালের সাংসদও।

০৮ ১৩

২০০৯ সালে মুক্তি পেয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি ‘জানালা’। আর এই বছর মুক্তি পাবে তাঁর ‘শাহাজাহান রিজেন্সি’।

০৯ ১৩

২০০৭-এ বলিউড ডেবিউ হয়েছিল দীপিকা পাড়ুকোনের। ২০০৯-এ দীপিকার ‘চাঁদনি চক টু চায়না’, ‘লভ আজ কাল’— এ সব ছবি রমরমিয়ে ব্যবসা করে। ২০১৮-য় নায়িকা বিয়ে করেছেন রণবীর সিংহকে।

১০ ১৩

২০০৮ সালে করিনা কপূর একটি ছবির জন্য ওজন কমিয়ে এক্কেবারে ‘জিরো ফিগার’ হয়ে গিয়েছিলেন। এখন অভিনেত্রী মা হয়েছেন। সফল ছবিও করে চলেছেন একের পর এক।

১১ ১৩

#টেনইয়ারচ্যালেঞ্জ লিখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রুতি হাসন।

১২ ১৩

২০০৮ থেকে ভারতের হয়ে ক্রিকেট খেলছেন বিরাট কোহালি। তখন তাঁকে সকলে ‘নেক্সট সচিন’ বলতেন। এখন সেই বিরাটই ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়। এই মুহূর্তে সচিনের ওয়ান ডে রেকর্ড ভাঙতে তাঁর মাত্র ১০টি সেঞ্চুরি প্রয়োজন।

১৩ ১৩

২০০৪-এ ফেসবুক নামক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করেছিলেন আমেরিকার এক কলেজছাত্র মার্ক জাকারবার্ক। সেই জাকারবার্কই এখন বিশ্বের সেরা ধনীদের অন্যতম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement