Fishermen Arrest

তামিলনাড়ুর ১৪ মৎস্যজীবীকে ধরল শ্রীলঙ্কার নৌবাহিনী, মুক্তির দাবিতে জয়শঙ্করকে চিঠি স্ট্যালিনের

শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত ১৮৫ জন ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:০৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করার অভিযোগ উঠল শ্রীলঙ্কার নৌবাহিনীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তাঁদের মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করার অভিযোগও উঠেছে। এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। দাবি জানানো হয়েছে, কূটনৈতিক হস্তক্ষেপের!

Advertisement

শ্রীলঙ্কার নৌসেনার দাবি, ভারতীয় নৌকা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। তার পরই মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহেও একই ধরনের ঘটনা ঘটেছিল। রামেশ্বরমের চার মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁদের নৌকা বাজেয়াপ্ত করে শ্রীলঙ্কার নৌবাহিনী। সে দিন প্রায় ৪০০ মৎস্যজীবী ৮৮টি মাছ ধরার নৌকা নিয়ে রামেশ্বরমের ফিশিং পোর্ট থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। অভিযোগ, থালাইমান্নার এবং ধনুষকোটির মাঝে মাছ ধরার সময় আচমকাই শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি টহলদারি জাহাজ ঘিরে ধরে। তুলে নিয়ে যাওয় হয় চার মৎস্যজীবীকে।

তার পরে মঙ্গলবার আবার তামিলনাড়ুর ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই গ্রেফতারির বিষয়ে ভারতের বিদেশমন্ত্রীকে চিঠি লেখেন স্ট্যালিন। আটক হওয়া মৎস্যজীবী এবং তাঁদের নৌকাগুলি অবিলম্বে যাতে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত ১৮৫ জন ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement