Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসছেন মমতা, ত্রিপুরার নির্বাচনী প্রচারে থাকবেন অভিষেক। তৃতীয় দিনে ইডির দফতরে রাহুল, কেমন থাকেন সনিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ০৭:৩৭
Share:

ছবি পিটিআই।

আজ, বুধবার দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। বিকেল ৩টে নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

ত্রিপুরায় অভিষেক

Advertisement

ত্রিপুরার আগরতলায় উপনির্বাচনের প্রচারে রয়েছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় দিনের প্রচার করবেন তিনি। একটি সভা করার কথা রয়েছে অভিষেকের।

বিধানসভার অধিবেশন

আজ বেলা ১১টা থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। পেশ হতে পারে মৎস্য ও প্রাণিসম্পদ বিশ্ববিদ্যালয় বিল। এ ছাড়া নিলম্বিত (সাসপেন্ড) হওয়া সাত বিজেপি বিধায়ক ধর্নায় বসবেন বিধানসভা চত্বরে।

ইডি দফতরে হাজিরা রাহুলের

পর পর তিন দিন কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে তলব করল ইডি। সোম ও মঙ্গলবার তিনি কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন। আজ ফের তাঁর যাওয়ার কথা।

কংগ্রেসের রাজভবন অভিযান

সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে আজ প্রতিবাদ মিছিল রয়েছে কংগ্রেসের। দুপুর ২টো নাগাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে রাজভবন অভিযান কর্মসূচি রয়েছে।

গ্রাফিক: সনৎ সিংহ।

বুলডোজার-কাণ্ডের প্রতিবাদ

উত্তরপ্রদেশে বুলডোজার-কাণ্ডের প্রতিবাদে আজ দুপুরে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার রাজভবন অভিযান কর্মসূচি রয়েছে। আজ নজর থাকবে সে দিকে।

রাজ্যের কোভিড সংক্রমণ

রাজ্য জুড়ে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। কলকাতা-সহ করোনা বাড়ছে পার্শ্ববর্তী জেলাগুলিতে। এই অবস্থায় আজ সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।

দেশের করোনা পরিস্থিতি

ফের করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে দেশে। দেশের রাজধানীর অবস্থা সবচেয়ে চিন্তাজনক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণ বেড়েছে ৮২ শতাংশ। দিল্লি ছাড়াও আজ মহারাষ্ট্র, কর্নাটক ও কেরল-সহ দেশের সার্বিক কোভিড পরিস্থিতির দিকে নজর থাকবে।

সনিয়া কেমন থাকেন

করোনায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

বর্ষার খবর, আবহাওয়ার অন্যান্য খবর

গরমের অস্বস্তি কাটছে না। তবে শীঘ্রই স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বর্ষা ঢুকছে রাজ্যে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। আজ আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।

রঞ্জি ট্রফির ম্যাচ

আজ রঞ্জি ট্রফি সেমিফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে বাংলা বনাম মধ্যপ্রদেশের খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন