Donald Trump Scam Case

‘আমার হোটেলে বিনিয়োগ করলেই দ্বিগুণ লাভ’! ট্রাম্পের এআই ভিডিয়ো দেখিয়ে ২ কোটির প্রতারণা কর্নাটকে

ডোনাল্ড ট্রাম্পের নাম ভাঁড়িয়ে ২ কোটি টাকার প্রতারণা কর্নাটকে। টাকা খুইয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বেশ কয়েক জন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৬:৩৭
Share:

ট্রাম্পের নাম করে প্রতারণা কর্নাটকে। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের নাম ভাঁড়িয়ে ২ কোটি টাকার প্রতারণা কর্নাটকে। টাকা খুইয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বেশ কয়েক জন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

Advertisement

অভিযোগকারীদের বয়ান অনুসারে, একটি ভিডিয়োয় ট্রাম্প তাঁর মালিকানাধীন হোটেলগুলিতে টাকা বিনিয়োগের আহ্বান জানাতেন। ওই ভিডিয়োয় বলা হত, বিনিয়োগ করা টাকার দ্বিগুণ ফেরত দেওয়া হবে। তা দেখেই আকৃষ্ট হন অনেকে। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করেন তাঁরা। ব্যাঙ্কের নথিও জমা দেন।

পুলিশ অবশ্য প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ব্যবহার করে ভিডিয়োটি তৈরি করা হয়েছিল। তদন্তে এ-ও জানা গিয়েছে, বাড়িতে বসেই টাকা উপার্জনের প্রলোভন দেখাতেন প্রতারকেরা। প্রথমে প্রত্যেককে ১৫০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে বলা হত। সেই টাকা জমা দিলে প্রতি দিন ৩০ টাকা করে ফেরানো হত। এই ভাবে অনেকেই বিনিয়োগ করা টাকার অধিক লাভ করছিলেন। কিন্তু পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে বলা হয়। কিন্তু সেই টাকা আর ফেরত পাননি কেউই।

Advertisement

এক যুবক জানিয়েছেন, তিনি প্রায় ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এক টাকাও ফেরত পাননি। পুলিশ সূত্রে খবর, প্রতারকেরা কর্নাটকের টুমাকুরু, মেঙ্গালুরু, হাভেরি এলাকায় প্রায় ২০০ জনের সঙ্গে প্রতারণা করে ২ কোটি টাকা লুট করেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement