সোমবার ভোররাতে অসমে ভূমিকম্প অনুভূত হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভোররাতে বড় ভূমিকম্প অসমে। রিখটার স্কেলে মাত্রা ৫.১। সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে অসম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পন অনুভব করে অন্ধকারে ঠান্ডা ও কুয়াশার মধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিস্মোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে।
যে সময়ে ভূমিকম্প হয়, তখনও ভোরের আলো ফোটেনি। অধিকাংশই ঘুমোচ্ছিলেন। অনেকের ঘুম ভেঙেছে কম্পনে। আতঙ্কে তাঁরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সমাজমাধ্যমেও অনেকে ভূমিকম্পের মুহূর্তের ছবি এবং ভিডিয়ো প্রকাশ করেছেন। তাতে দেখা গিয়েছে, ঘরের সিলিং ফ্যান দুলছে। তবে এই ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
অসমে যেখানে ভূমিকম্পের উৎপত্তিস্থল, তা কোপিলি ফল্ট লাইনের মধ্যে পড়ে। অতীতে এই লাইন থেকে একাধিক ছোট-বড় ভূমিকম্প হয়েছে উত্তর-পূর্ব ভারতে। এনসিএস-এর পরিসংখ্যান বলছে, সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩।