পুলিশ ও মাওবাদীদের সংঘর্ষে ঝা়ড়খণ্ডে ৬ মাওবাদীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে বুধবার ভোরে লাতেহারের ছিপাদোহর থানা থেকে ২৫ কিলোমিটার দূরে কোয়েল নদী পেরিয়ে বুড়া পাহাড়ের জঙ্গলে হানা দেয় কোবরা জওয়ানের দল। লাতেহারের পুলিশ সুপার জানান, এ দিন প্রায় দু’ঘণ্টারও বেশি কোবরা জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে ছ’জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, মাওবাদীদের এই দলে সেন্ট্রাল কমিটির সদস্য অরবিন্দ এবং সুধাকরও ছিল।