Bihar Businessman Murder

পটনার ব্যবসায়ীকে হত্যা করতে ভাড়া করেছিলেন খুনি! এ বার গ্রেফতার খেমকার পুরনো এক শত্রু

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অশোক সাহু। তিনি নালন্দার বাসিন্দা। খেমকার সঙ্গে অশোকের শত্রুতা নতুন নয়। গত বছর পটনার বাঁকিপুর ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ঝামেলা চরমে উঠেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৬:৫৮
Share:

(বাঁ দিকে) ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে পুলিশ। নিহত ব্যবসায়ী গোপাল খেমকা (ডান দিকে)। —ফাইল চিত্র।

পটনায় ব্যবসায়ী গোপাল খেমকাকে হত্যার ঘটনায় আর এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, খেমকার সঙ্গে তাঁর পুরনো শত্রুতা ছিল। অন্তত বার দুয়েক দু’জনের মধ্যে অশান্তিও হয়। এমনকি, খেমকাকে লক্ষ্য করে গুলিও চালিয়েছিলেন ধৃত। অভিযোগ, এই ব্যবসায়ী নাকি খেমকাকে খুন করতে ভাড়াটে খুনি জোগাড় করেছিলেন!

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অশোক সাহু। তিনি নালন্দার বাসিন্দা। খেমকার সঙ্গে অশোকের শত্রুতা নতুন নয়। গত বছর পটনার বাঁকিপুর ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ঝামেলা চরমে উঠেছিল। ঝামেলার মধ্যেই ক্লাবের এক নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নিয়ে খেমকাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন অশোক। যদিও সেই গুলি লাগেনি খেমকার গায়ে। খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে ক্লাবের অন্য সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ, খেমকাকে খুন করতে ভাড়াটে খুনিদের ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অশোক। ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে আগেই উমেশ বলে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তবে পলাতক ছিল আর এক অভিযুক্ত বিকাশ ওরফে রাজা। মঙ্গলবার সকালে পটনাতেই পুলিশের সঙ্গে গুলির লড়াই (এনকাউন্টার) মৃত্যু হয় তাঁর। রবিবার খেমকার শেষকৃত্যে যোগ দেওয়া রোশন কুমার নামে এক যুবককে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়।

Advertisement

পটনার অভিজাত এলাকা, গান্ধী ময়দানের সংলগ্ন পানাচে হোটেলের কাছে ‘টুইন টাওয়ার’ সোসাইটিতে থাকতেন খেমকা। শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়ির কাছে এসে গাড়ি থেকে নামতেই তাঁকে গুলি করা হয়। গুলি করেই আততায়ী পালিয়ে যায়। লুটিয়ে পড়েন খেমকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement