মৃত যুবতী ভক্তি মায়েকর। ছবি: সংগৃহীত।
অন্য মহিলার সঙ্গে প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে। তা মানতে পারেননি প্রেমিকা। শুরু হয় অশান্তি। অভিযোগ, অশান্তির মধ্যেই রাগের মাথায় প্রেমিকাকে খুন করেন যুবক। তার পরে দেহ ফেলে দিয়ে আসেন খাদে! সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নগিরিতে।
পুলিশ সূত্রে খবর, ভক্তি মায়েকর নামে বছক ছাব্বিশের ওই যুবতী সপ্তাহ দুই আগে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত থানায় নিখোঁজ ডায়েরি করে ভক্তির পরিবার। তারা পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বার হয়েছিলেন ভক্তি। তদন্তে নেমে পুলিশ তাঁর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে। দেখা যায়, খান্ডালা এলাকায় পড়ে রয়েছে তাঁর মোবাইল। সেই মোবাইলের সূত্র ধরে দুর্বাস দর্শন পাটিল নামে এক যুবকের খবর জানতে পারেন তদন্তকারীরা। তাঁর উপরও নজরদারি শুরু হয়। শেষ পর্যন্ত তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা স্বীকার করেন দর্শন, দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন ভক্তিকে খুন করার পর তাঁর দেহ অম্বা ঘাটে ফেলে দেওয়া হয়েছে। কেন খুন করলেন, সেই প্রশ্নের জবাবে দর্শন জানান, অনেক দিন ধরেই ভক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে দিন কয়েক আগে অন্য এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। সেই কথা জানার পর থেকেই অশান্তি শুরু করেন ভক্তি। প্রায়ই দু’জনের মধ্যে ঝামেলা হত। অশান্তি থেকে মুক্তি পেতে ভক্তিকে খুন করেছেন, পুলিশকে এমনই জানিয়েছেন দর্শন।
এই হত্যাকাণ্ডে দর্শন ছাড়াও আরও দুই অভিযুক্তের নাম প্রকাশ্যে এসেছে। বিজয় পওয়ার এবং সুশান্ত নারলকার নামে দুই যুবক খুনের ব্যাপারে দর্শনকে সাহায্য করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদেরও গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দর্শনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভক্তির দেহ উদ্ধার করে ময়াতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।