প্রাক্তন প্রেমিকাকে স্কুটারের ধাক্কা যুবকের। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।
প্রেম ভাঙায় মনমরা ছিলেন দিন কয়েক। তবে ভেবেছিলেন আবার জীবনে ফিরে পাবেন প্রাক্তন প্রেমিকাকে। চেষ্টাও করেছেন। কিন্তু রাজি না-হওয়ায় প্রাক্তন প্রেমিকাকে স্কুটার দিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ইনদওরের কল্পনা নগর এলাকায় অভিযুক্ত এক তরুণীকে পিষে দেন। ওই তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু দিন কয়েক আগে ওই তরুণী সম্পর্ক ভেঙে দেন। তা সহ্য করতে পারেননি অভিযুক্ত। অভিযোগ, বার বার ফোন করে উত্ত্যক্ত করতেন তিনি। আবার সম্পর্কে ফিরে আসার জন্য জোরাজুরিও করতেন। কিন্তু প্রাক্তন প্রেমিকের প্রস্তাবে রাজি ছিলেন না ওই তরুণী। তাতেই রেগে যান অভিযুক্ত।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আচমকা পিছন থেকে স্কুটারে চেপে এসে তাঁকে ধাক্কা মারেন অভিযুক্ত। তরুণী নিজেকে রক্ষা করার জন্য রাস্তায় পড়ে থাকা ইট, পাথর ছুড়ে মারেন। কিন্তু তাতে কাজ হয় না। স্কুটারের গতি বাড়িয়ে তরুণীর গায়ের উপর দিয়ে চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। এতে গুরুতর আহত হন ওই তরুণী। স্থানীয়েরা তেড়ে গেলেও তাঁকে ধরতে পারেননি। এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়েরাই আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ওই তরুণীর বয়ানের ভিত্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে হামলা, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, আগে থেকেই পুলিশের খাতায় নাম রয়েছে অভিযুক্তের। বিভিন্ন থানায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলা রুজু রয়েছে। হীরানগর থানার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।