Espionage in Rajasthan

টাকার লোভে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার পাকিস্তানে, চরবৃত্তির অভিযোগে রাজস্থানে ধৃত যুবক

সিআইডি সূত্রে খবর, মোটা টাকার প্রলোভনে পাকিস্তানে তথ্য পাচার করতেন অভিযুক্ত। অনেক দিন ধরেই হানিফের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছেন সিআইডি-র আইজি বিষ্ণুকান্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগে জৈসলমের থেকে এক যুবককে গ্রেফতার করল রাজস্থান পুলিশের সিআইডি (গোয়েন্দা)। ধৃতের নাম হানিফ খান। তিনি বসনপীর জুনি এলাকার বাসিন্দা। সেনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে হানিফের বিরুদ্ধে।

Advertisement

সিআইডি সূত্রে খবর, মোটা টাকার প্রলোভনে পাকিস্তানে তথ্য পাচার করতেন অভিযুক্ত। অনেক দিন ধরেই হানিফের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল বলে জানিয়েছেন সিআইডি-র আইজি বিষ্ণুকান্ত। হানিফের গতিবিধি সন্দেহজনক ঠেকায় বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, হানিফকে জেরা করে পাক-যোগের তথ্য উঠে এসেছে।

তদন্তকারীরা আরও জানাচ্ছেন, সমাজমাধ্যমে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিযুক্ত। সীমান্ত এলাকায় তাঁর অবাধ যাতায়াত ছিল। আর সেই সুযোগকে কাজে লাগাতেন বলে দাবি তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, সেনাঘাঁটির অবস্থান, সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য পাচার করতেন হানিফ। তদন্তকারী এক আধিকারিকের দাবি, ‘‘অপারেশন সিঁদুরের সময় থেকেই পাক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সেই সময়ে সেনার গতিবিধি সংক্রান্ত অনেক তথ্য পাচার করেছেন হানিফ।’’ ইতিমধ্যেই ধৃতের মোবাইল এবং সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ঘেঁটে দেখা হচ্ছে কী ধরনের তথ্য পাচার করেছেন অভিযুক্ত। এই প্রথম নয়, রাজস্থান থেকে এর আগেও পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement