Bihar Incident

ট্রেনের কামরায় যাত্রী শুধু এক কুকুর! সারমেয়ের দৌরাত্ম্যে ঘণ্টা খানেক দেরিতে ছাড়ল এক্সপ্রেস

যাত্রীরা ওই কামরায় উঠতে না-পেরে স্টেশনেই ক্ষোভে ফেটে পড়েন। এক ঘণ্টার বেশি সময় ধরে ট্রেনটি ছাড়া যায়নি স্টেশন থেকে। শেষে কামরা থেকে কুকুরটিকে নামিয়ে আনার জন্য রেলকর্মীদের একটি দলকে মোতায়েন করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২১:৫০
Share:

ট্রেনের কামরায় সিটের সঙ্গে চেন দিয়ে বাধা কুকুর। ছবি: সংগৃহীত।

ট্রেনের কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। কেউ তার কাছে গেলেই চিৎকার শুরু করছে সে। ভয়ে ওই কামরায় উঠতেই পারছিলেন না যাত্রীরা। কী ভাবে সমস্যার সমাধান সম্ভব, তা ভেবেই উঠতে পারছিলেন না রেলকর্মীরা। ফলে বিহারের রক্সৌল স্টেশনে এক ঘণ্টার বেশি দাঁড়িয়ে থাকল সমস্তিপুরগামী এক্সপ্রেস!

Advertisement

সমস্তিপুরগামী এক্সপ্রেস সকাল ৬টা ৫০ মিনিট নাগাদ রক্সৌল ছাড়ার কথা ছিল। কিন্তু ওই ট্রেন স্টেশনে দাঁড়াতে যাত্রীরা ট্রেনের একটি স্লিপার শ্রেণির কামরায় উঠতেই প্রথমে কুকুরে গোঙানির শব্দ শুনতে পান, পরে তারস্বরে ডাকতে শুরু করে সে। এমনকি, যাত্রীদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টাও করে কুকুরটি। তাতেই ভয় পেয়ে যান যাত্রীরা।

যাত্রীরা ওই কামরায় উঠতে না-পেরে স্টেশনেই ক্ষোভে ফেটে পড়েন। এক ঘণ্টার বেশি সময় ধরে ট্রেনটি ছাড়া যায়নি স্টেশন থেকে। শেষে কামরা থেকে কুকুরটিকে নামিয়ে আনার জন্য রেলকর্মীদের একটি দলকে মোতায়েন করা হয়। কিন্তু কিছুতেই কুকুরটিকে কামরা থেকে নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ওই কামরার একটি সিটের সঙ্গে চেন দিয়ে কুকুরটিকে বেঁধে ফেলতে সক্ষম হন রেলকর্মীরা। তবে ওই কামরায় কোনও যাত্রী সওয়ার হতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। কী ভাবে কামরার মধ্যে কুকুরটি এল, কেন তাকে নামানো গেল না— তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement