রাজনৈতিক জনসভায় শ্রোতা কয়েকশো গরু-মোষ। ছবি: সংগৃহীত।
১৫ দফা দাবিতে প্রতিবাদসভা চলছে। সামনে উপস্থিত কয়েকশো গরু-মোষ। তাদের সামনেই বক্তৃতা করে চলেছেন নেতা। এমনই বিরল দৃশ্য দেখা গেল তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে বিরাধানুরে।
প্রতিবাদসভাটির আয়োজন করেছিল তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘নাম তামিলিয়ার কাটচি’ বা এনটিকে। তাদের অভিযোগ, তামিলনাড়ুর বন দফতর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে গবাদি পশুদের চারণভূমির পরিসর কমিয়ে আনছে। এর ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে পশুপালকদের। এই অবস্থার পরিবর্তন চেয়ে জনসভার আয়োজন করা হয়েছিল।
জনসভায় ছিলেন পশুপালকদের কয়েক জন। তবে জনসভার মাঠ দখল করে ছিল কয়েকশো গরু এবং মোষই। তাদের সামনে দলের নেতা সীমন তামিলনাড়ুর বন দফতরের সিদ্ধান্তের সমালোচনা করেন। তামিলনাড়ুর পুরনো ইতিহাস উদ্ধ়ৃত করে গবাদি পশুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।