School Teacher Arrest

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জিন্নার সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগ! বিহারে গ্রেফতার অভিযুক্ত স্কুলশিক্ষক

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরে স্কুল কর্তৃপক্ষই থানায় অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:০৭
Share:

আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার বিহারের স্কুলশিক্ষক। — প্রতীকী চিত্র।

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন মুহাম্মদ আলি জিন্নার নামে স্লোগান তোলার অভিযোগ উঠল এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। বিহারের ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

অভিযুক্ত ব্যক্তি বিহারের সুপুলের এক স্কুলের শিক্ষক। সোমবার সুপুলের কিশানপুর থানা এলাকার ওই স্কুলে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান ছিল। অভিযোগ, ওই অনুষ্ঠান চলাকালীনই তিনি জিন্নার সমর্থনে স্লোগান তোলেন। বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষেরও। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরে স্কুল কর্তৃপক্ষই থানায় অভিযোগ জানান। সুপুলের পুলিশ সুপার আরএস শরৎ জানান, ওই অভিযোগের প্রেক্ষিতে পাকড়াও করা হয়েছে স্কুলশিক্ষককে। ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, “এক শিক্ষক আপত্তিকর কিছু স্লোগান তুলেছিলেন। তা নিয়ে কিশানপুর থানায় অভিযোগ দায়ের হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” সোমবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি স্কুলের মাঠে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছে। মাঠে পড়ুয়ারা লাইন করে দাঁড়িয়ে। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আরও কয়েক জন। সম্ভবত তাঁরা স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী।

Advertisement

ওই ভিডিয়োয় মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিংহের নামে স্লোগান তুলতে শোনা যাচ্ছে। সম্ভবত শিক্ষকদের মধ্যে থেকে স্লোগান তোলা হচ্ছিল এবং পড়ুয়ারা সমস্বরে ‘অমর রহে’ বলছিল। ওই সময়েই জিন্নার নামেও স্লোগান তুলতে শোনা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement