Karur Stampede Incident

কারুর থেকে ৪০০ কিমি দূরে পদপিষ্টে মৃতদের পরিবারের সঙ্গে অবশেষে দেখা করলেন বিজয়! চাইলেন ক্ষমাও

গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়। কেন এত দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি, তাও জানান অভিনেতা তথা রাজনীতিবিদ ‘থলপতি’ বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ২১:২৭
Share:

অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। — ফাইল চিত্র।

তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে অবশেষে দেখা করলেন তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। তাঁর জনসভায় গিয়েই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। সোমবার মহাবলীপুরমে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চাইলেন বিজয়।

Advertisement

টিভিকে সূত্রে খবর, সোমবার কারুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মহাবলীপুরমের এক হোটেলে এই সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। কারুর থেকে নিহত ৩৭ জনের পরিবারের লোককে ওই হোটেলে আনা হয়। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিল বিজয়ের দল। সোমবার মধ্যাহ্নভোজের পর নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজয়। সকলের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। ওই সূত্রের দাবি, পরিবারের সদস্যদের শিক্ষা, কর্মসংস্থান এবং ঘরবাড়ির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন বিজয়।

কারুরে না গিয়ে নিহতদের পরিবারকে মহাবলীপুরমে নিয়ে আসার জন্য সকলের কাছে ক্ষমাও চান বিজয়। কেন তিনি কারুরে যেতে পারেননি, তার ব্যাখ্যাও করেছেন। স্থানীয় পুলিশ-প্রশাসনের অনুমতি না-থাকার জন্যই ঘটনার পর থেকে কারুরে যেতে পারেননি অভিনেতা। তিনি এ-ও আশ্বাস দেন, শীঘ্রই কারুরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন। শুধু তা-ই নয়, ঘটনায় আহতদের পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বিজয়।

Advertisement

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন বিজয়। যদিও বিজয়কে ওই পরিবারগুলির সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি তামিলনাড়ুর সরকার, দাবি করেছিল টিভিকে।

অন্য দিকে, কারুরের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ় হাই কোর্ট। শুধু তা-ই নয়, টিভিকে-র উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছিল। একই সঙ্গে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় রাজনৈতিক দলগুলির জন্য নির্দিষ্ট এসওপি তৈরির নির্দেশও দেয় হাই কোর্ট। যদি সিটের তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজয়ের দল। তাদের আবেদন, সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই ঘটনায় স্বাধীন তদন্ত হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement