Amit Shah

নতুন বছরেই বৃদ্ধি শুরু জিডিপি-র, দাবি করলেন অমিত শাহ

করোনা আবহে বর্তমান অর্থবর্ষের (২০২০-’২১) প্রথম দু’টি ত্রৈমাসিকে (এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর) ভারতীয় অর্থনীতির সঙ্কোচন হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ২১:২৪
Share:

অমিত শাহ— ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশা, করোনার অভিঘাতে ধ্বস্ত অর্থনীতি ফের চাঙ্গা হতে পরবর্তী ত্রৈমাসিকে। সোমবার তিনি বলেন, ‘‘আশা করছি, চলতি অর্থবর্ষের পরবর্তী ত্রৈমাসিকে জিডিপি (গড় জাতীয় উৎপাদন) ফের ঊর্ধ্বগামী হবে।’’

Advertisement

করোনা আবহে বর্তমান অর্থবর্ষের (২০২০-’২১) প্রথম দু’টি ত্রৈমাসিকে (এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর) ভারতীয় অর্থনীতির সঙ্কোচন হয়েছে। শুক্রবার সরকারি তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, গত অর্থবর্ষের (২০২১-’২২) দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি-র সঙ্কোচন হয়েছে ৭.৫ শতাংশ।

গত মার্চে অতিমারির কারণে প্রথম ত্রৈমাসিকে জিডিপি কমেছিল প্রায় ২৩.৯ শতাংশ। অর্থনীতিতে চাঙ্গা করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অমিত শাহ বলেন, ‘‘অর্থনীতির হাল ফেরাতে কেন্দ্র বিভিন্ন পদক্ষেপ করেছে। তার দীর্ঘমেয়াদি সুফল মিলবে।’’

Advertisement

আরও পড়ুন: শুল্ক কর্তার মৃত্যুদণ্ড, চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ইতি টানছে উত্তর কোরিয়া

দ্বিতীয় ত্রৈমাসিকে অধোগতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুদিন আগে জানিয়েছিলেন, তৃতীয় ত্রৈমাসিকে ( অক্টোবর-ডিসেম্বর) পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে। অমিতের দাবি, ২০২১ সালের গোড়া থেকেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি।

আরও পড়ুন: যাত্রী পরিষেবায় হল্ট হাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, শিলান্যাস মন্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন