গ্রেফতার বিকেআই সদস্য পরমিন্দর সিংহ ওরফে পিন্ডি। —প্রতীকী চিত্র।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য পেল ভারত। খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠী ‘বব্বর খালসা ইন্টারন্যাশনাল’ (বিকেআই)-এর জঙ্গি পরমিন্দর সিংহ ওরফে পিন্ডিকে ভারতে নিয়ে আসা হচ্ছে। পঞ্জাবে একাধিক নাশকতামূলক কাজকর্মে তাঁর যোগ রয়েছে। বিশেষ করে বাটালা এবং গুরদাসপুরের বিভিন্ন এলাকায় পেট্রল বোমা হামলা-সহ বেশ কিছু অপরাধমূলক কাজকর্মে তাঁর নাম জড়িয়েছে।
দীর্ঘ দিন ধরেই বিকেআই-এর ওই জঙ্গির খোঁজ চালাচ্ছিল পঞ্জাব পুলিশ। তাঁর খোঁজে ইন্টারপোলের ‘রেড কর্নার নোটিস’ও জারি করা হয়েছিল। শেষে সংযুক্ত আরব আমিরশাহিতে ধরা পড়েন পরমিন্দর। আবু ধাবি থেকে তাঁকে ভারতে নিয়ে আসা হচ্ছে। বস্তুত, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংহের হত্যাতেও খলিস্তানপন্থী এই জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। ১৯৯৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বেয়ন্তের হত্যা মামলায় আসামী বলবন্ত সিংহ রাজোয়ানার মৃত্যুদণ্ড কার্যকর হতে দেরি হওয়া নিয়ে কিছু দিন আগেও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এরই মধ্যে শনিবার সকালে জানা যায় ওই জঙ্গিগোষ্ঠীর অপর এক সদস্যকে ভারতের হাতে তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
পঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতায় এ বার ওই খলিস্তানপন্থী জঙ্গিকে ভারতে নিয়ে আসা হচ্ছে। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, গত ২৪ সেপ্টেম্বর পঞ্জাব পুলিশের চার সদস্যের একটি দল সংযুক্ত আরব আমিরশাহিতে যায়। ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিক এবং সংযুক্ত আরব আমিরশাহির কর্তৃপক্ষের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানান ডিজি। পুলিশ সূত্রে খবর, খলিস্তানপন্থী নেতা হরবিন্দর সিংহ ওরফে রিন্ডা এবং হ্যাপি পাসিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল পরমিন্দরের।