Operation Sindoor

ফিদায়েঁ হামলা চালাতে পারে জইশ-লশকর! কড়া সতর্কতা জারি জম্মু-কাশ্মীর ও পঞ্জাবে, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

এ বার ফিদায়েঁ হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ এবং লশকর-এ-ত্যায়বার জঙ্গিরা। গোয়েন্দা সূত্র মারফত এমন তথ্য হাতে আসার পরেই কড়া সতর্কতা জারি করা হল জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২০:৩১
Share:

জম্মু-কাশ্মীরে কড়া নিরাপত্তা। —ফাইল ছবি।

এ বার ফিদায়েঁ হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ এবং লশকর-এ-ত্যায়বার জঙ্গিরা। গোয়েন্দা সূত্র মারফত এমন তথ্য হাতে আসার পরেই কড়া সতর্কতা জারি করা হল জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে। কড়া সতর্কতা বিহারেও। সেখানে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি নিয়ে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নয়াদিল্লিতেও জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধান।

Advertisement

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় ২৬ জনের মৃত্যুর পরে জঙ্গিদের জবাব দিতে মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারত। মাত্র ২৫ মিনিটের অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ন’টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লশকর-এ-ত্যায়বার মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হারের পরিবারের ১০ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। সব মিলিয়ে কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানির খবর মিলেছে।

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানও প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দা সূত্র মারফত খবর, ভারতে আবার জঙ্গি হামলা হতে পারে। জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে ফিদায়েঁ জঙ্গিদের পাঠিয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ এবং লশকরের মতো জঙ্গি সংগঠনগুলি।

Advertisement

প্রসঙ্গত, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ রাখা হবে আগামী শুক্র এবং শনিবার। কাশ্মীরের স্কুল শিক্ষা ডিরেক্টর নবি ইট্টু বলেন, ‘‘বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর এবং অবন্তিপোড়ায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্র এবং শনিবার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement