Bihar Assembly Election 2025

বিহারের নির্বাচনে কি ‘ইন্ডিয়া’-র সহযোগী ‘মিম’? ওয়েইসি বললেন, ‘আসন রফার আলোচনা চলছে’

২০২০ সালের বিহার বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়েইসির দল ২০টি আসনে লড়ে পাঁচটি দখল করেছিল। সামগ্রিক হিসেবে ‘মিম’ প্রার্থীরা প্রায় পৌনে ২ শতাংশ ভোট পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৯:৪৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইঙ্গিত মিলেছিল এক মাস আগেই। সোমবার তা নিশ্চিত করলেন, মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। জানালেন, বিহারের আসন্ন বিধানসভা ভোটে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সহযোগী দলগুলির সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে তাদের।

Advertisement

হায়দরাবাদের সাংসদ ওয়েইসি সোমবার বলেন, ‘‘আমরা চাই না বিহারে এনডিএ আবার ক্ষমতায় ফিরুক। তাই বিরোধী জোট মহাগঠবন্ধনের আরজেডি, কংগ্রেসের মতো শরিকদের সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের দলের বিহার শাখার সভাপতি আখতারউল ইমাম আলোচনা করছেন মহাগঠবন্ধনের নেতৃত্বের সঙ্গে।’’ নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই আসন রফা নিয়ে মহাগঠবন্ধনের সঙ্গে রফা চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওয়েইসি।

চলতি মাসের গোড়ায় আখতারউল বিহারে বিরোধী জোটে ‘মিম’ শামিল হতে পারেন বলে বার্তা দিয়েছিলেন। প্রসঙ্গত, অতীতে বিজেপি-সহ এনডিএ শরিকরা ‘মিম’কে ‘সাম্প্রদায়িক’ বলে দেগে দিলেও ‘অপারেশন সিঁদুর’ ও পরবর্তী পর্যায়ে আসাদউদ্দিনের তীব্র পাকিস্তান বিরোধী অবস্থান তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় সাতটি প্রতিনিধিদলের একটিতে তাঁকে রেখেছিল। সেখানেও আসাদউদ্দিনের ভূমিকা প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement