অসম চুক্তি মানতেই হবে, দাবি অগপর

মন্ত্রিসভা সম্প্রসারণে অসম গণ পরিষদের অন্তত ২টি আসন লাগবেই। কোনওমতেই মানা হবে না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নিয়ম। শাসক জোটের শরিক হয়েও, বছর শেষে বিজেপির বিরুদ্ধে সরাসরি মুখ খুলল অগপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০২:৩২
Share:

মন্ত্রিসভা সম্প্রসারণে অসম গণ পরিষদের অন্তত ২টি আসন লাগবেই। কোনওমতেই মানা হবে না ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নিয়ম। শাসক জোটের শরিক হয়েও, বছর শেষে বিজেপির বিরুদ্ধে সরাসরি মুখ খুলল অগপ। অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা ও মন্ত্রী কেশব মহন্ত সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি প্রদেশ সভাপতি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে যাই বলে থাকুন, অগপর তরফে আরও দুজনকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি স্পষ্টভাবেই বিজেপিকে জানানো হয়েছে। মন্ত্রীসভায় এখনও ৮ জনের স্থান হতে পারে।

Advertisement

বরা ও মহন্ত জানান, নাগরিকত্ব আইন সংশোধনী নিয়ে তাঁদের অবস্থানে বদল আসেনি। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া চলবে না। অসম চুক্তি মেনে চলতে হবে। রাজ্যের উপরে অতিরিক্ত হিন্দু বাংলাদেশির ভার চাপানো চলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন