দুর্ঘটনাস্থলে পুলিশ। ছবি সংগৃহীত।
অর্ধশতক আগেকার ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি ফিরল মহারাষ্ট্রের পালঘরে। একটি ওযুধ কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার কারণে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন।
বৃহস্পতিবার বিকেলে বিকেলের দিকে তারাপুর-ভৈসর শিল্পতালুক এলাকায় ওই গ্যাস লিকের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশ ও দমকল কর্মীরা। তাঁদের চেষ্টাতেই অসুস্থ শ্রমিকদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চার জনকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়।
গ্যাস দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পালঘরের বিস্তীর্ণ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা ছিলেন। যদিও কীসের গাফিলতিতে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ভোরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানা থেকে ছড়াতে শুরু করেছিল বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস। সরকারি মতে, ওই মারণ গ্যাসে ৩৭৮৭ জন মানুষের মৃত্যু হয়েছিল। যদিও বেসরকারি মতে, সেই সংখ্যা ছিল আরও বেশি।