অম্বেডকরের মূর্তির উপরেও হামলা দুষ্কৃতীদের

ত্রিপুরায় ভাঙা লেনিনের মূর্তিটি আপাতত বিলোনিয়া পুরসভা চত্বরে রাখা হয়েছে। প্রায় ১১ ফুট লম্বা, ২০ টন ওজনের মূর্তিটির মাথা এবং হাত ছিন্ন হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেরঠ শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৪:৩৪
Share:

ভেঙে দেওয়া হয়েছে অম্বেদকরের মূর্তিও।

লেনিন, পেরিয়ার, শ্যামাপ্রসাদের পরে এ বার ভেঙে দেওয়া হল বি আর অম্বেডকরের মূর্তি। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মেরঠের মাওয়ানায় অম্বেডকরের মূর্তির উপরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার সকালে অম্বেডকরের ভাঙা মূর্তি দেখে বিক্ষোভে ফেটে পড়েন দলিতরা। পুলিশ এসে দুষ্কৃতীদের ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। মেরঠ প্রশাসন জানিয়েছে, অম্বেডকরের নতুন একটি মূর্তি বসানো হবে।

Advertisement

ত্রিপুরায় ভাঙা লেনিনের মূর্তিটি আপাতত বিলোনিয়া পুরসভা চত্বরে রাখা হয়েছে। প্রায় ১১ ফুট লম্বা, ২০ টন ওজনের মূর্তিটির মাথা এবং হাত ছিন্ন হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন