Operation Sindoor

নিষেধাজ্ঞা সরেছিল বুধবার! ২৪ ঘণ্টা যেতে না যেতেই ভারতে ফের বন্ধ পাক খ্যাতনামীদের ইউটিউব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারের অভিযোগে পাক সংবাদমাধ্যম, তারকা, খেলোয়াড় এবং নেতাদের সমাজমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর বুধবার সেই নিষেধাজ্ঞা খানিক শিথিল হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার পরেই দেখা গেল ভিন্ন চিত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৯:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ হয়ে গেল পাক খ্যাতনামীদের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট। পহেলগাঁও হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুরে’র পরে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানি অভিনেতা, ক্রীড়াবিদ ও নেতাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল ভারত। তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। সংঘর্ষবিরতির এক মাস পর অবশেষে বুধবার সেই নিষেধাজ্ঞা শিথিল করার পথে হেঁটেছিল নয়াদিল্লি। কিন্তু বৃহস্পতিবার সকালেই দেখা গেল ভিন্ন চিত্র!

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে ফের পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, অভিনেত্রী মাওরাহ হোসেন, ইয়ুমনা জ়ায়েদি, হানিয়া আমির এবং ফওয়াদ খানের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকউন্টগুলি আদতে সক্রিয় রয়েছে। কিন্তু ভারতীয় ব্যবহারকারীরা সেগুলি দেখতে পাচ্ছেন না। ভারত থেকে অ্যাকাউন্টগুলি খুললে দেখা যাচ্ছে, তাতে শুধু লেখা রয়েছে, ‘‘আইনি দাবির প্রেক্ষিতে এই অ্যাকাউন্টটি ভারতে বন্ধ রাখা হয়েছে।’’

প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের ভিত্তিতে ভারতে নিষিদ্ধ ঘোষিত পাক চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির বেশ কয়েকটিকে ‘আনব্লক’ করা হয়েছিল। নানা মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, হয়তো এ বার পাক চ্যানেল ও অ্যাকাউন্টগুলির উপর থেকে নিষেধাজ্ঞা উঠতে চলেছে। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় জল্পনা বাড়ছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্বহাল হওয়ার বিষয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

Advertisement

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’-সহ একাধিক পদক্ষেপ করে ভারত। ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে পাকিস্তানি সংবাদমাধ্যম, শিল্পী, অভিনেতা, তারকা খেলোয়াড় এবং নেতাদের সমাজমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলির মধ্যে ছিল, ডন নিউজ়, সামা টিভি, এআরওয়াই নিউজ়, বোল নিউজ়, রফতার, জিয়ো নিউজ়, সুনো নিউজ়, দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স-এর মতো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। এ ছাড়া, ওয়াসে হাবিব, আরজু কাজ়মি, সৈয়দ মুজাম্মিল শাহ, আসমা শিরাজি, উমর চিমা, মুনিব ফারুক, আলি জ়াফর এবং অন্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিও ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করা হয়েছিল সে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement