উচ্চ মাধ্যমিকে ‘প্রথম’ হয়েও গ্রেফতার রুবি রায়!

বিহারে পরীক্ষা দুর্নীতি কাণ্ডে এ বার গ্রেফতার করা হল উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম রুবি রায়কে। আগেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার প্রেক্ষিতে আজ বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির দফতরের কর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে পটনায় এসেছিলেন রুবি। সেখান থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৮:৩১
Share:

পটনায় বিদ্যালয় পরীক্ষা সমিতির দফতরে রুবি রায়। শনিবার। —নিজস্ব চিত্র।

বিহারে পরীক্ষা দুর্নীতি কাণ্ডে এ বার গ্রেফতার করা হল উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম রুবি রায়কে। আগেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার প্রেক্ষিতে আজ বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির দফতরের কর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে পটনায় এসেছিলেন রুবি। সেখান থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির তদন্তে নেমে বিহারের বিদ্যালয় পরীক্ষা সমিতির প্রাক্তন চেয়ারম্যান লালকেশ্বর সিংহ, তাঁর স্ত্রী তথা জেডিইউ বিধায়ক ঊষা সিংহ, বিষুণ রায় কলেজের অধ্যক্ষ বাচ্চাপ্রসাদ যাদব-সহ কয়েক জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

বিহারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর টিভি সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ের প্রশ্নের ‘আজব’ জবাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বৈশালী জেলার ভগবানপুরের বিষুণ রায় কলেজের ছাত্রী রুবি। পলিটিক্যাল সায়েন্সকে ‘প্রডিক্যাল সায়েন্স’ বলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এর পরেই নড়েচড়ে বসে বিহার সরকার। গত ৩ জুন সাক্ষাৎকারের জন্য মেধাতালিকায় থাকা অন্য পড়ুয়াদের সঙ্গে রুবিকেও সমিতির দফতরে ডাকা হয়েছিল। সে দিন অসুস্থতার জন্য হাজির হননি তিনি। ফের তাঁকে ১৭ জুন ডাকা হয়। সে দিনও আসেননি। তৃতীয় বার ডাকার পরে এ দিন হাজিরা দেন রুবি।

Advertisement

এ দিন পটনায় পরীক্ষা সমিতির দফতরে হাজির হওয়ার পরে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। কিছু বলতে চাননি রুবি। শুধু জানতে চান, ‘‘কোথায় যেতে হবে!’’ এর পরেই সমিতির দফতরের ভিতরে ঢুকে যান। সেখানে দু’ঘন্টা ধরে তাঁর সাক্ষাৎকার চলে। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি সূত্রে খবর, ৭ জনের বিশেষজ্ঞ দল রুবির পরীক্ষা নেন। হস্তাক্ষর-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। রুবির পরীক্ষার ফল আগেই স্থগিত করেছিল পরীক্ষা সমিতি।

এ দিনের সাক্ষাৎকারের পরে সেই ফল বাতিল করা হয়। রুবি পরীক্ষা সমিতির দফতরে হাজির হয়েছেন খবর পেয়ে সেখানে পৌঁছন বিশেষ তদন্তকারী দলের ডিএসপি। বের হওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করা হয়। তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা।

রুবি ছাড়াও এ দিন লালকেশ্বরের ব্যক্তিগত সহকারী বিকাশ চন্দ্রকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন