National News

মধ্যপ্রদেশে খুন আরও এক বিজেপি নেতা, এর নামই পরিবর্তন! কটাক্ষ শিবরাজের

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ দিন সকালে মনোজ হাঁটতে বেরিয়েছিলেন। তার পর আর বাড়ি ফেরেননি। পরে এক সূত্র মারফত্ খবর পাওয়া যায় একটি মাঠে মনোজের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৭:০২
Share:

মনোজ ঠাকরে। বিজেপি নেতা।

এক সপ্তাহের মধ্যেই খুন হয়ে গেলেন মধ্যপ্রদেশের আরও এক বিজেপি নেতা। মৃতের নাম মনোজ ঠাকরে। রবিবার বারওয়ানিতে একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ দিন সকালে মনোজ হাঁটতে বেরিয়েছিলেন। তার পর আর বাড়ি ফেরেননি। পরে এক সূত্র মারফত্ খবর পাওয়া যায় একটি মাঠে মনোজের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। মনোজের দেহের পাশেই রক্তমাখা একটি পাথর পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ সন্দেহ করছে, ওই পাথর দিয়েই থেঁতলে খুন করা হয়েছে মনোজকে।

গত বৃহস্পতিবারই খুন হয়েছিলেন মন্দসৌরের বিজেপি নেতা প্রহ্লাদ বান্দোয়ার। ভরা বাজারে প্রকাশ্য দিবালোকে ওই নেতাকে গুলি করে মারে দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বিজেপি নেতার খুনে রাজ্যের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে।

Advertisement

আরও পড়ুন: সারা দেশে বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে পারে কংগ্রেসই: তেজস্বী যাদব

পর পর দুই নেতার খুনের পরই রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। টুইট করে তিনি বলেন, “একের পর এক বিজেপি নেতা খুন হওয়াটা চিন্তার বিষয়। রাজ্য সরকার বিষটিকে হালকা ভাবে নিচ্ছে।” শিবরাজ প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির কাছেই প্রকাশ্যে খুন হয়ে গেল, অথচ এই সরকারের কোনও হেলদোলই নেই? কোথায় পৌঁছেছে রাজ্যের আইনশৃঙ্খলা?

কংগ্রেস ক্ষমতায় আসার পরই রাজ্যে দুষ্কৃতীরা আরও সাহস পেয়ে গিয়েছে। যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস, এটাই কি সেই পরিবর্তন? কটাক্ষ করে বলেন শিবরাজ।

আরও পড়ুন: ব্রিগেডের জের! বিহারি বাবুকে বহিষ্কারের পথে এগোচ্ছে বিজেপি?

যদিও কংগ্রেস পাল্টা অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী কমল নাথ শনিবারই সাংবাদিকদের জানান, বিজেপি নেতা বান্দোয়ারের নামে খুনে জড়িত মনীশ বজরঙ্গী নামে বিজেপিরই এক কর্মী। নিহতের ছেলে বজরঙ্গীর নামে অভিযোগ দায়ের করেছেন।

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী বালা বচ্চন জানান, অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী দিনে যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement