বিমানে বোমা, হুমকি ফোন এল আমদাবাদে জেটের অফিসে

সাতসকালে হুমকি ফোনে থমকে গেল আমদাবাদের বিমান পরিষেবা। আকাশে পাড়ি দেওয়ার ঠিক আগের মুহূর্তে দাঁড় করিয়ে দেওয়া হল মুম্বইগামী জেটের একটি বিমানকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ১১:৫৪
Share:

সাতসকালে হুমকি ফোনে থমকে গেল আমদাবাদের বিমান পরিষেবা। আকাশে পাড়ি দেওয়ার ঠিক আগের মুহূর্তে দাঁড় করিয়ে দেওয়া হল মুম্বইগামী জেটের একটি বিমানকে।

Advertisement

বুধবার সকালে আমদাবাদের সর্দার বল্লভ ভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন ওড়ার প্রস্তুতি নিচ্ছে একটি মুম্বইগামী বিমান। হঠাৎই বিমানে বোমা লুকিয়ে রাখা রয়েছে বলে একটি হুমকি ফোন আসে জেট এয়ারওয়েজের অফিসে। সঙ্গে সঙ্গে বিমানটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। যাত্রী থেকে পাইলট, সকলকেই নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। বম্ব স্কোয়াড এবং নিরাপত্তারক্ষীরা বিমানটিতে তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন: চিনেও চেনে না পুলিশ, চিনা তাই ‘ফেরার’ই

Advertisement

গত মার্চ মাসেও জেট এয়ারওয়েজের অফিসে এ রকমই এক ফোনে বোমাতঙ্ক ছড়িয়েছিল। তখন দেহরাদূন-দিল্লি, চেন্নাই-দিল্লি, চণ্ডীগড়-দিল্লি এবং গোরখপুর-দিল্লিগামী বিমান দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তবে তল্লাশি করেও সন্দেহজনক কিছু মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement