নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে অনলাইন প্রচার বন্ধ হবে কি? মামলা হাইকোর্টে

নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সমস্ত রকম অনলাইন রাজনৈতিক প্রচার, কমেন্ট বন্ধ করতে কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে বলল বম্বে হাইকোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৮:০৫
Share:

—ফাইল চিত্র।

নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সমস্ত রকম অনলাইন রাজনৈতিক প্রচার, কমেন্ট বন্ধ করতে কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে বলল বম্বে হাইকোর্ট

Advertisement

শুধুমাত্র রাজনৈতিক কর্মী-সমর্থকেরাই নন, কোনও ব্যক্তিই যাতে সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটে কোনওভাবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে না পারেন বম্বে হাইকোর্ট সেটাও দেখতে বলেছে নির্বাচন কমিশনকে।

নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত রকম রাজনৈতিক প্রচার, রাজনৈতিক কমেন্ট বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা হয় বম্বে হাইকোর্টে। জনস্বার্থ মামলা করেছিলেন সাগর সূর্যবংশী নামে এক আইনজীবী। এই মামলা চলছে বিচারপতি নরেশ পাটিল এবং এনএম জমাদারের এজলাসে।

Advertisement

আরও পড়ুন: ‘সুন্দরী, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নেই’! প্রিয়ঙ্কাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিহারের আরও এক মন্ত্রীর

মামলাকারী সূর্যবংশীর পক্ষের আইনজীবীরা বেঞ্চকে জানান, ইতিমধ্যে ব্রিটেন এবং আমেরিকা ফেসবুকের সঙ্গে নির্দিষ্ট বিজ্ঞাপন নীতিতে আবদ্ধ। ফলে সমস্ত বিজ্ঞাপন এবং পেড কনটেন্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করা হয়। ভারতেও এই পদ্ধতি চালু করা উচিত বলে তাঁরা বেঞ্চকে জানান।

আরও পড়ুন: ঘরে ঘরে আসছে মোদীর ‘চিঠি’! ১৫ কোটি খরচে নির্বাচনী ‘গিমিক’, তোপ বিরোধীদের

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী বিচারপতির বেঞ্চকে জানান, ১২৬(বি) ধারায় নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কোনওরকম রাজনৈতিক জমায়েত, প্রচার, র‌্যালি করার আইনবিরুদ্ধ। কিন্তু সেগুলোই যদি অনলাইনে হয়, তা বন্ধের জন্য কোনওরকম আইন নেই। এই মামলার জন্য নির্বাচন কমিশনের গড়ে তোলা কমিটির রিপোর্ট অনুযায়ী, এই আইনেরই সংশোধনী প্রয়োজন। যা সংসদেই সম্ভব।

তার প্রত্যুত্তরে বেঞ্চ জানিয়েছে, ‘‘আইনের বদল আনা অনেক সময়সাপেক্ষ। জনস্বার্থ মামলা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন অনলাইন প্রচার বন্ধ করতে কী পরিকল্পনা করেছে, কমিশনের কাছে এই প্রশ্নের উত্তর থাকা দরকার। কারণ সামনেই লোকসভা নির্বাচন। আর স্বচ্ছ নির্বাচনের দায়িত্ব কমিশনেরই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন