Advertisement
E-Paper

‘সুন্দরী, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নেই’! প্রিয়ঙ্কাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিহারের আরও এক মন্ত্রীর

মন্ত্রী আরও বলেন, ‘‘উনি (প্রিয়ঙ্কা) ৩৭-৩৮এর হতে পারেন। আরও একটু বয়স্ক ৪৪-ও হতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও রাজনৈতিক সাফল্য নেই। হ্যাঁ অবশ্যই তিনি সুন্দরী, সেটা ভগবানের দান। কিন্তু সেই সৌন্দর্য দিয়ে কতদিন ব্ল্যাকমেল করবেন?’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৭:৩৩
প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা-র। —ফাইল চিত্র

প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা-র। —ফাইল চিত্র

সুশীল মোদীর পর এ বার বিনোদনারায়ণ ঝা। ফের প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। বিহারের উপ মুখ্যমন্ত্রীর পর সেই মন্ত্রিসভারই সদস্য বিনোদবলেছেন, ‘প্রিয়ঙ্কা সুন্দরী হতে পারেন। কিন্তু তাঁর কোনও রাজনৈতিক অভিজ্ঞতাই নেই।’’ আর মন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে। যদিও মন্ত্রী নিজে অবস্থানে অনড়। তবে কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বুধবারই রাজনীতিতে অভিষেক হয়েছে প্রিয়ঙ্কা গাঁধীর। তার পর থেকেই তাঁকে ঘিরে নানা রকম আপত্তিকর বা বিতর্কিত মন্তব্য শুরু হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল বিহারের মন্ত্রী বিনোদনারায়ণ ঝা-র নাম। তিনি বলেন, ‘‘প্রিয়ঙ্কা গাঁধী খুব সুন্দরী। কিন্তু তাঁর মধ্যে আমি কোনও বুদ্ধিমত্তা খুঁজে পাই না। রাজনৈতিক অভিজ্ঞতাও তাঁর নেই।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘উনি (প্রিয়ঙ্কা) ৩৭-৩৮এর হতে পারেন। আরও একটু বয়স্ক ৪৪-ও হতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও রাজনৈতিক সাফল্য নেই। হ্যাঁ অবশ্যই তিনি সুন্দরী, সেটা ভগবানের দান। কিন্তু সেই সৌন্দর্য দিয়ে কতদিন ব্ল্যাকমেল করবেন?’’

আরও পড়ুন: ঘরে ঘরে আসছে মোদীর ‘চিঠি’! ১৫ কোটি খরচে নির্বাচনী ‘গিমিক’, তোপ বিরোধীদের

আরও পড়ুন: প্রিয়ঙ্কার সম্পর্কে জানা অজানা নানা তথ্য নিয়ে কুইজ

বিহার সরকারে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সঙ্গে জোট রয়েছে বিজেপির। উপমুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদী। বুধবার প্রিয়ঙ্কার অভিষেকের দিনই সুশীল প্রিয়ঙ্কাকে ‘কলঙ্কিত স্বামীর জীবন সঙ্গী’ বলে বিতর্কিত মন্তব্য করেন। প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির তদন্ত চলছে। সেই বিষয়টিই টেনে এনেছিলেন সুশীল।

আবার প্রিয়ঙ্কার শারীরিক গঠন ও অবয়বের সঙ্গে তাঁর ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর অনেক মিল রয়েছে। সে নিয়েও কটাক্ষ করে সুশীল বলেন, ‘‘ডুপ্লিকেট দিয়ে যদি কাজ হত, তাহলে একাধিক বিরাট কোহালি বা অমিতাভ বচ্চনকে পেতাম আমরা। রাজনীতিতে ডুপ্লিকেট দিয়ে কাজ হয় না। প্রিয়ঙ্কার সঙ্গে ইন্দিরা গাঁধীর মিল থাকতে পারে। কিন্তু অনেক পার্থক্যও রয়েছে।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Priyanka Vadra Bihar Sexist Remark Priyanka Gandhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy