ফের ধাক্কা ভারতীয় দলে। ঋষভ পন্থের পর এ বার চোটের কারণে এক দিনের পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকেও ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে সুন্দরের চোট নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে দলের অন্দরে।
বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, চোটের কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না সুন্দর। এত কম দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে পারনে না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
চলতি ভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ে প্রথম এক দিনের ম্যাচে বল করার সময় পায়ে টান লাগে সুন্দরের। চোট থাকা সত্ত্বেও তিনি ৮ নম্বরে ব্যাট করতে নামেন। তা নিয়ে তৈরি হয় বিতর্কও। ওই ম্যাচে ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন সুন্দর। ৩০০ রানের জবাবে ৩০৬ রান করে ম্যাচটি জেতে ভারত। ওই ম্যাচটি খেললেও, এক দিনের বাকি সিরিজ় থেকে ছিটকে যেতে হয় সুন্দরকে। তাঁর পরিবর্ত হিসাবে ভারতীয় দলে ডাক পান আয়ুষ বাদোনি। এ বার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ় থেকেও ছিটকে গেলেন ওয়াশিংটন। তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে কাকে নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান পন্থ। এ বার ঠিক একই কারণে দল থেকে ছিটকে গেলেন সুন্দর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি শেষ দ্বিপাক্ষিক সিরিজ়।