FDI in Insurance Sector

এ বার বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নি! লোকসভায় পাশ হয়ে গেল বিল, সরব বিরোধীরা

বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেন বিরোধী সাংসদেরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বিলের নামকরণ নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, “বিলের নামটা শাসকজোটের স্লোগানের মতো শুনতে লাগছে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫
Share:

বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নির প্রস্তাব লোকসভায় পেশ হওয়া বিলে। —ফাইল চিত্র।

বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় ‘সবকা বিমা সবকি রক্ষা (বিমা আইন সংশোধনী) আইন, ২০২৫’ শীর্ষক বিলটি পাশ হয়ে যায়। পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিল পেশ করার পর তিনি জানান, এই বিষয়ে যখন সংসদে বিতর্ক হবে, তখন তিনি বিরোধীদের সব প্রশ্নের উত্তর দেবেন।

Advertisement

বিলের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে নির্মলা বলেন, “সাধারণ মানুষের জন্য বিমা সর্বদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকারের মধ্যে পড়়ে। কেন্দ্রীয় সরকার কোভিড অতিমারির সময়েও সমাজের প্রান্তিক অংশকে বিমার সুবিধা দিয়েছে।”

তবে বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেন বিরোধী সাংসদেরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বিলের নামকরণ নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, “বিলের নামটা শাসকজোটের স্লোগানের মতো শুনতে লাগছে। বিলের এই ধরনের নাম হতে পারে না।” বিমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব ‘পশ্চাদমুখী পদক্ষেপ’ বলেও দাবি করেন সৌগত।

Advertisement

আগেই দেশের বিমা শিল্পে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নির বিলে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগে তা ছিল সর্বোচ্চ ৭৪ শতাংশ। গত বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, দ্রুত বিমা শিল্পের প্রসার ঘটানো ও দেশের সবাইকে বিমার সুরক্ষা দেওয়াই হবে সরকারের লক্ষ্য। তবে বিমা কর্মীদের সংগঠনের একাংশের দাবি, বিদেশি লগ্নিকারী সাধারণ মানুষের কথা ভাববেন না।

বিদেশি লগ্নিকারীরা ভারতের বিমা শিল্পে লগ্নি করতে চাইলে এ দেশের সংস্থার সঙ্গে জোট বাঁধতে হয়। লোকসভায় পেশ হওয়া বিল ভবিষ্যতে আইনে পরিণত হলে বিদেশি লগ্নিকারী সংস্থা ভারতে একাই সংস্থা খুলতে বা চালু সংস্থাকে কিনে নিতে পারবে। তবে গ্রাহকদের প্রিমিয়ামের পুরো টাকা তাদের লগ্নি করতে হবে ভারতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement