Andhra Pradesh Death

বিড়ালের পিছু নিতে গিয়ে ফুটন্ত দুধের পাত্রে পড়ে গেল দেড় মাসের শিশু! মায়ের সামনেই মৃত্যু

ঠান্ডা করার জন্য ফুটন্ত দুধ রাখা হয়েছিল পাখার নীচে। হোঁচট খেয়ে তাতে মুখ থুবড়ে পড়ে শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১
Share:

অন্ধ্রপ্রদেশে ফুটন্ত দুধের পাত্রে পড়ে মৃত শিশু। ছবি: সংগৃহীত।

ফুটন্ত দুধের পাত্রে পড়ে গিয়ে মৃত্যু হল দেড় মাসের এক শিশুর। তার মা সামনেই ছিলেন। একটি বিড়ালের পিছু নিতে গিয়ে শিশুটি ক্ষণিকের জন্য মায়ের চোখের আড়াল হয়েছিল মাত্র। সেই সময়েই ঘটে অঘটন। ঠান্ডা করার জন্য ফুটন্ত দুধ রাখা হয়েছিল পাখার নীচে। হোঁচট খেয়ে তাতে মুখ থুবড়ে পড়ে শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

Advertisement

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বুক্কারায়সমুদ্রম গ্রামের ঘটনা। মৃত শিশুর নাম অক্ষিতা। তার মা অম্বেডকর গুরুকুল স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করেন। কোলের শিশুকে সঙ্গে নিয়েই ডিউটিতে গিয়েছিলেন। স্কুলের রান্নাঘরের পাশে একটি ঘরে দুধ ফুটিয়ে রাখা হয়েছিল। ছাত্রছাত্রীদের মধ্যে সেই দুধ বণ্টনের কথা ছিল। ওই দুধের পাত্রে শিশুটি পড়ে যায়। তার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল। সেই কারণেই বাঁচানো যায়নি।

রান্নাঘরের সামনে ঠিক কী ঘটেছিল, ধরা পড়েছে স্কুলের সিসি ক্যামেরায়। দেখা গিয়েছে, মা কৃষ্ণাবেণীর সঙ্গে ছোট্ট অক্ষিতা স্কুলের ঘরে দাঁড়িয়ে ছিল। দু’জনেই কিছু ক্ষণের জন্য রান্নাঘরে যায় এবং ফিরে আসে। এর পরেই একটি বিড়ালের পিছু নিতে দেখা যায় শিশুটিকে। দুধের পাত্রের খুব সামনে চলে আসে সে। তার পর হোঁচট খেয়ে দুধের মধ্যে পড়ে যায়। তার চিৎকার শুনে ছুটে এসেছিলেন মা। দ্রুত শিশুটিকে উদ্ধার করে তিনি নিকটবর্তী অনন্তপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিতও করা হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর সারা শরীরে দগদগে ঘা হয়ে গিয়েছিল। চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement