চিড়িয়াখানায় চতিয়ার গন্ডার

বিশ্বনাথ জেলার চতিয়া থেকে উদ্ধার করে আনা গন্ডারটিকে কাজিরাঙায় ফেরত না পাঠিয়ে গুয়াহাটি চিড়িয়াখানায় নিয়ে আসা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০২:৫২
Share:

বিশ্বনাথ জেলার চতিয়া থেকে উদ্ধার করে আনা গন্ডারটিকে কাজিরাঙায় ফেরত না পাঠিয়ে গুয়াহাটি চিড়িয়াখানায় নিয়ে আসা হল। পাঁচ দিন ধরে ভুঁইঞাপাড়া গ্রামে দাপিয়ে বেড়ানো গন্ডারটিকে গত কাল ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছিল। দেখা যায়, তার পায়ে গুলির ক্ষত রয়েছে। চিকিৎসক কুশল শর্মা জানান এক্স রে ও ডাক্তারি পরীক্ষায় জানা গিয়েছে, গন্ডারটির পায়ে এ কে-৪৭ রাইফেলের গুলি ঢুকে রয়েছে। ঘা রয়েছে মাথার কাছে, ঘাড়ে। তাকে অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য চিড়িয়াখানার গন্ডার প্রজনন কেন্দ্রে রাখা হবে। এ দিকে, ২৭ জুন ওরাং জাতীয় উদ্যানে শিকারিরা যে গন্ডারটিকে হত্যা করেছিল তার খড়্গটি এ দিন নগাঁও জেলার জুরিয়া থেকে উদ্ধার করা হয়। সেখানে পুঁতে রাখা ছিল এক কিলো ২০০ গ্রাম ওজনের খড়্গটি। আগেই ধরা পড়েছে শিকারে জড়িত তিন শিকারি। তাদের কাছে মিলেছিল স্টেনগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন