Himachal Cloudburst Incident

হিমাচলে ফের মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তূপে চাপা পড়ল অসংখ্য গাড়ি! কৃষিজমির উপর দিয়ে বইল কাদাস্রোত

সংবাদ সংস্থা পিটিআই স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টির পরেই জলের প্রবল স্রোতে রাস্তা এবং বাড়িঘরের একাংশ ভেঙে যায়। কাদার স্রোত ভাসিয়ে দেয় আশপাশের কৃষিজমিগুলিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪
Share:

ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে। — ফাইল চিত্র।

ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে। শনিবার ভোরে সে রাজ্যের বিলাসপুর জেলার গুত্রাহান জেলায় অল্প সময়ে অত্যধিক বৃষ্টি হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি। কাদাস্রোত বয় কৃষিজমির উপর দিয়ে। এই দুর্যোগে এখনও কোনও প্রাণহানির খবর না-মিললেও বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টির পরেই জলের প্রবল স্রোতে রাস্তা এবং বাড়িঘরের একাংশ ভেঙে যায়। কাদার স্রোত ভাসিয়ে দেয় আশপাশের কৃষিজমিগুলিকে। শনিবার এবং রবিবার হিমাচলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে শুক্রবার রাতেই হিমাচলের উপর দিয়ে যাওয়া অটারি-লেহ্ জাতীয় সড়ক, অমৃতসর-ভোটা রোড-সহ মোট তিনটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

চলতি মরসুমে বার বার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত হয়েছে হিমাচলের বিস্তীর্ণ অংশ। ২০ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ২১৮ জনের। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরের বর্ষায় হিমাচলে স্বাভাবিকের তুলনায় ৪৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ৪৪৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে উত্তরাখণ্ড সরকারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement