Congress

বিজেপির বিরুদ্ধে চিঠি

২০১৭-য় আহমেদ পটেলকে রাজ্যসভা ভোটে হারাতে চেয়েও ব্যর্থ হয়ে এ বার গুজরাতের রাজ্যসভা ভোটে বিজেপি বদলা নিতে চায় বলে কংগ্রেসের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৪:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

গুজরাতে কংগ্রেস বিধায়ককে চাপ দিয়ে দল ভাঙানোর চেষ্টা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানালেন কংগ্রেস নেতারা। আহমেদ পটেল, অভিষেক মনু সিঙ্ঘভি, রণদীপ সুরজেওয়ালারা চিঠি লিখে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, রাজ্যসভা ভোটের আগে চাপ দিতে দলের বিধায়ক পঞ্জভাই বংশকে শুক্রবার চার বার থানায় ডেকে পাঠানো হয়েছে। মনু সিঙ্ঘভি বলেন, “বিজেপির কাছে যে পরিমাণ অর্থ রয়েছে, আমাদের তা নেই। আমরা সংবিধান মেনে চলি।”

Advertisement

২০১৭-য় আহমেদ পটেলকে রাজ্যসভা ভোটে হারাতে চেয়েও ব্যর্থ হয়ে এ বার গুজরাতের রাজ্যসভা ভোটে বিজেপি বদলা নিতে চায় বলে কংগ্রেসের অভিযোগ। রাজস্থানেও বিজেপি কংগ্রেস ভাঙানোর খেলায় নেমেছে বলে আজ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট। গহলৌতের অভিযোগ, বিজেপি ঘোড়া কেনাবেচার চেষ্টা করবে বলেই রাজ্যসভা নির্বাচন দু’মাস পিছিয়ে দেওয়া হয়েছে। না-হলে আগেই এই ভোট হতে পারত। তাঁর দাবি, রাজস্থানে কংগ্রেস এককাট্টা। দুই সিপিএম বিধায়কও কংগ্রেস প্রার্থীকেই ভোট দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন