National News

সেনাদের সমস্যার আঁধার কাটান, রাহুলের দিওয়ালি চিঠি মোদীকে

সেনাদের প্রাপ্য এবং অধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। চিঠিতে তিনি ‘এক পদ এক পেনশন’ থেকে শুরু করে সম্প্রতি প্রতিবন্ধী সেনাকর্মীদের পেনশনের ব্যাপারে যে সব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তোলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১৬:০০
Share:

ফাইল চিত্র।

সেনাদের প্রাপ্য এবং অধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। চিঠিতে তিনি ‘এক পদ এক পেনশন’ থেকে শুরু করে সম্প্রতি প্রতিবন্ধী সেনাকর্মীদের পেনশনের ব্যাপারে যে সব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা নিয়ে প্রশ্ন তোলেন। রাহুল লিখেছেন, “যে সেনা-জওয়ানরা নিজেদের প্রাণের বাজি রেখে ১২৫ কোটি দেশবাসীকে রক্ষা করছেন তাঁদের জন্য সরকারের ভাবা উচিত্। শুধু ঘোষণা করেই দায় সারলে হবে না, সেনা ও তাঁদের পরিবারকে ভরসা দিতে হবে। কার্যকর করতে হবে ঘোষিত নীতিগুলি।”

Advertisement

চিঠিতে রাহুলের খেদ, কেন্দ্রের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সেনাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের উচিত সেনা-জওয়ানদের প্রতি নজর দেওয়া।

এক পদ এক পেনশন (ওরপ) নিয়েও মোদীকে বিঁধেছেন রাহুল। ওরপ নিয়ে বহু দিন ধরে বিতর্ক চলছে। সেই বিতর্কের অবসান চাইছেন রাহুল। তিনি বলেন, “সরকারের চালু করা এক পদ এক পেনশন-এ প্রাক্তন সেনাকর্মীরা যথাযোগ্য সুবিধা পাচ্ছেন না। নিজেদের দাবি মেটাতে তাই বাধ্য হয়েই ময়দানে নামতে হয়েছে আমাদের সেনাকর্মীদের।” রাহুলের মতে, যে সেনারা দেশকে রক্ষা করছেন, তাঁদের জন্য সরকারের এমন কিছু না করাই উচিত যাতে তাঁরা হতাশ হন।

Advertisement

প্রতিবন্ধী পেনশন নিয়েও মুখ খোলেন কংগ্রেসের সহ-সভাপতি। চিঠিতে তাঁর বক্তব্য, সরকার প্রতিবন্ধী পেনশনে যে স্ল্যাব সিস্টেম চালু করেছে তাতে প্রতিবন্ধী সৈনিকদের পেনশনে প্রাপ্ত অর্থের পরিমাণ কমে গিয়েছে। মোদীকে রাহুলের পরামর্শ, সরকারের এখনই উচিত ওরপ, প্রতিবন্ধী পেনশন এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনা করে এমন ব্যবস্থা করা যাতে সেনারা বঞ্চিত না হন। ‘সেনাদের ঘরেও যেন দীপাবলির আলো জ্বলে সেই ব্যবস্থা করুন’- মোদীকে লিখেছেন রাহুল।

রাহুল কথায়, “আমরা দীপাবলি পালন করছি। এটাই সেরা সময় সেনাদের কাছে বার্তা দেওয়ার, যে আমরা শুধু বলি না, কাজেও করে দেখাই।”

আরও খবর...

বরাকে হেনস্থা বাঙালিদের, নালিশ রাষ্ট্রপতিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন