Coronavirus

৯০০ ছাড়িয়ে গেল দেশে আক্রান্তের সংখ্যা, কেরলে মৃত্যু ১ জনের

এর মধ্যে শনিবারই সংক্রমিত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১০:২৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে বটে, কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট ৯২১ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র শনিবারই সংক্রমিত হয়েছেন ৮৭ জন।

Advertisement

শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ইতিমধ্যেই করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ৭৯ জন। এ দিন নোভেল করোনায় আক্রান্ত হয়ে এ বার কেরলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি দুবাই থেকে ফিরেছিলেন।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত হয়েছেন। তার পরেই রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত ১৪৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮৬৫ জন ভারতীয়। রয়েছেন ৪৭ জন বিদেশিও।

Advertisement

আরও পড়ুন: তেহট্টে যুবতীর সংস্পর্শে শিশু-সহ ৫ জনের করোনা​

• করোনা মোকাবিলায় ২ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা রাজস্থান সরকারের

• কাশ্মীরে করোনার জন্য ১১টি বিশেষ হাসপাতাল চিহ্নিত

• লকডাউন ভাঙার জন্য ৩২৯টি এফআইআর দায়ের কাশ্মীরে

• করোনা সংক্রমণ থেকে এখনও মুক্ত ঝাড়খণ্ড

• সমস্ত বেসরকারি গাড়ি থেকে টোল সংগ্রহ বন্ধ করল কেন্দ্রীয় সরকার

আরও পড়ুন: করোনা: সংক্রমণে বিশ্বে প্রথম আমেরিকা

• জয়পুরের ৭টি জায়গায় কার্ফু জারি করা হল

• মধ্যপ্রদেশে আপাতত বন্ধ করা হল মদের দোকান

• বেসরকারি চিকিৎসকদের ক্লিনিক খোলা রাখার আবেদন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন