National news

আলাদা না থেকে আত্মীয়ের বাড়ি, বিদেশ ফেরত উপজেলাশাসকের বিরুদ্ধে মামলা

বিষয়টা জানতে পারার পরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

কোল্লাম শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ১৭:৩৫
Share:

প্রতীকী ছবি।

অত্যন্ত নির্বুদ্ধিতা এবং অসচেতনতার পরিচয় দিলেন কেরলের সাব-কালেক্টর অনুপম মিশ্র। দেশের এ রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশ থেকে ফেরার পর নিজেকে ঘরবন্দি না করে রেখে বরং কেরল থেকে উত্তরপ্রদেশ চলে গেলেন তিনি। বিপদের মুখে ফেলে দিলেন আরও অনেককে। বিষয়টা জানতে পারার পরই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

কোল্লামের ওই সাব-কালেক্টরের নাম অনুপম মিশ্র। গত ১৯ মার্চ তিনি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তারপরই চিকিৎসকেরা তাঁঁকে অন্তত ১৪ দিন গৃহ-পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেন। ক’দিন পর তাঁর খোঁজখবর নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের কর্মীরা কোল্লামে তাঁর বাড়িতে গিয়ে দেখেন, তিনি নেই। ফোনে যোগযোগ করে জানতে পারেন, তিনি কোল্লাম থেকে উত্তরপ্রদেশের কানপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছেন।

তাঁর এমন কাজ করার পিছনে যে গুরুতর কারণ রয়েছে, ফোনে স্বাস্থ্য কর্মীদের সেটাও বোঝানোর চেষ্টা করেন তিনি। ওই সাব-কালেক্টর জানান, কোল্লামে তাঁর বাড়িতে খাবার শেষ হয়ে আসছিল, সে কারণেই তিনি কানপুরে আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন।

Advertisement

তাঁর এমন আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছেন কোল্লাম জেলাশাসকও। একে ‘দায়িত্বজ্ঞানহীন’-এর মতো আচরণ বলেন তিনি।

আরও পড়ুন: তিন মাসের ইএমআই কি মকুব? সব ব্যাঙ্ক দেবে? রইল সব প্রশ্নের উত্তর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন