Coronavirus

নার্সের পোশাকে মুম্বইয়ের মেয়র

করোনা মোকাবিলায় কাজে নেমে পড়ার আহ্বান জানালেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:২৩
Share:

কিশোরী পেডনেকর

রাজনীতিতে আসার আগে ছিলেন নার্স। করোনা-যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের উৎসাহ জোগাতে নার্সের পোশাকেই সোমবার বিওয়াইএল হাসপাতালে হাজির হলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। সেখানে নার্সদের পাশাপাশি কথা বললেন নার্সিং পড়ুয়াদের সঙ্গেও। করোনা মোকাবিলায় কাজে নেমে পড়ার আহ্বান জানালেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের। সেরা চার-পাঁচ জনকে ভবিষ্যতে ‘মেয়র কাপ’ দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন। মহারাষ্ট্র সরকার আগেই রাজ্যের সব প্রাক্তন স্বাস্থ্যকর্মীকে কাজে ফেরার আবেদন জানিয়েছে। ২০১৯-এ মেয়র হওয়ার সময় দু’বারের শিবসেনা কর্পোরেটর পেডনেকর কংগ্রেস-এনসিপিরও সমর্থন পেয়েছিলেন। শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী মেয়রের প্রশংসা করে লিখেছেন, “নিজেরও আগে (নিজের) কর্তব্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement