Andhra Pradesh Incident

সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দম্পতির! খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের ঠাকুমার

রবিবার রাত ১১টা নাগাদ একটি মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দেন শ্রীরামুলু (৩৫) এবং তাঁর স্ত্রী সিরিশা (৩০)। সঙ্গে ছিল তাঁদের দেড় বছরের পুত্রসন্তান। শ্রীরামুলুদের মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর ঠাকুমা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিশুসন্তানকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনের দেহ উদ্ধার করেছে। কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অশান্তির কারণে চরম পদক্ষেপ করেন ওই যুবক এবং তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাড়াপা রেল স্টেশনে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১১টা নাগাদ একটি মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দেন শ্রীরামুলু (৩৫) এবং তাঁর স্ত্রী সিরিশা (৩০)। সঙ্গে ছিল তাঁদের দেড় বছরের পুত্রসন্তান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার সন্ধ্যায় কোনও কারণে ওই দম্পতির মধ্যে অশান্তি হয়। অশান্তি চরমে ওঠায় তাঁদের থামানোর চেষ্টা করেন শ্রীরামুলুর ঠাকুমা। দু’জনকেই তিরস্কার করেন। অশান্তি থামলেও দু’জনে রাগ কমেননি। তার পরেই রাতে সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই দম্পতি।

পুলিশের ধারণা, রাগের মাথায় সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই দম্পতি। ট্রেনের গতি এতটাই ছিল যে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে লাইনে ছিটকে যান তিন জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্য দিকে, শ্রীরামুলুদের মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর ঠাকুমা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement