চিকিৎসকেরা হামেশাই নিজেদের দাবিদাওয়া নিয়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করেন। আর অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে। এর বিরুদ্ধেই আজ প্রশ্ন তুলেছে বম্বে হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারের কাছে কোর্ট জানতে চেয়েছে, সরকার একে ঠেকাতে কী পদক্ষেপ করেছে?