National

গরু পাচার করলে মরতে হবে, হুমকি বিজেপি বিধায়কের

ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় ৮টি বাছুর। যদিও তার মধ্যে দু’টি বাছুর মারা গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

আলওয়ার শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৪২
Share:

বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। ফাইল চিত্র।

দিন দু’য়েক আগেই গরু পাচারকারী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছিল রাজস্থানের আলোয়ারে। আক্রান্ত ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

Advertisement

এ বার সেই হামলা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন এক বিজেপি নেতা। রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজার হুমকি , ‘‘যারা গো হত্যা ও গরু পাচার করে, ধরা পড়লে মরতে হবে তাদের।’’

আলোয়ার পুলিশ সূত্রে খবর, গত শনিবার তাদের কাছে খবর ছিল গরু বোঝাই একটি ছোট ট্রাক রামগড়ে আসছে। তা আটকাতে রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু, সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি।

Advertisement

এর পরই স্থানীয় যাদব নগর গ্রামের মানুষ ট্রাকটি আটকায়। কিন্তু, ট্রাকে থাকা তিন জনের মধ্যে দু’ জন পালিয়ে যান। ধরা পড়ে যান জাকির খান নামে একজন। তাকে ব্যাপক মারধর করে স্বঘোষিত গোরক্ষকবাহিনী। পরে পুলিশ জাকিরকে উদ্ধার করে। পা ও মাথায় চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: জয়ার কেন্দ্রে জয়ী দিনকরন

পুলিশ সূত্রে খবর ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় ৮টি বাছুর। যদিও তার মধ্যে দু’টি বাছুর মারা গিয়েছিল।" "

পুলিশ সূত্রে খবর ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় ৮টি বাছুর। যদিও তার মধ্যে দু’টি বাছুর মারা গিয়েছিল।

আরও পড়ুন: বিজেপিকে এক অঙ্কে নামানোই লক্ষ্য রাহুলের

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রবিবার বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এ দেশে গরুকে সম্মান করা হয়। তার পরেও তাদের খুন করা হবে কেন। বিধায়কের দাবি, ‘‘অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার দিয়ে গরু নিয়ে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেললে গুলি চালায় পাচারকারীরা। এই পাচারকারীদের এখানে আসার দরকারটা কী?’’ সাধারণ মানুষের মধ্যে গরু পাচার নিয়ে ক্রোধ ও ক্ষোভ রয়েছে বলেও দাবি করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন