Bihar Incident

বিহারের বিজেপি সভাপতির নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার! ঘনাচ্ছে রহস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটনার এমএলসির ফ্ল্যাট নম্বর ২১ থেকে ওই নিরাপত্তাকর্মীর দেহ মিলেছে। ৪৫ বছর বয়সি সিআরপিএফ জওয়ানের নাম আশুতোষ মিশ্র । যে ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তার পাশের ফ্ল্যাটেই থাকেন বিজেপি সভাপতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২০:০৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বিহারে বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়ালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানের রক্তাক্ত দেহ। তাঁর শরীরে ছিল গুলির চিহ্ন। খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই জওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন!

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটনার এমএলসির ফ্ল্যাট নম্বর ২১ থেকে ওই নিরাপত্তাকর্মীর দেহ মিলেছে। ৪৫ বছর বয়সি আশুতোষ মিশ্র সিআরপিএফ জওয়ান। যে ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তার পাশের ফ্ল্যাটেই থাকেন বিজেপি সভাপতি দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। সচিবালয়ের এসডিপিও অনু কুমারী জানান, আশুতোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারী দলের এক সদস্য জানান, আশুতোষের দেহের পাশ থেকে একটি রিভলভার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ওই রিভলভারটি তিনি ব্যবহার করতেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তবে তার কারণও খুঁজছেন তদন্তকারীরা। যোগাযোগ করা হয়েছে মৃত জওয়ানের পরিবারের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement