Decomposed Body

এক সঙ্গে হাত বাঁধা, উদ্ধার দুই মহিলার পচাগলা দেহ

এক সঙ্গে হাত বাঁধা, হিমাচল প্রদেশে উদ্ধার দুই মহিলার পচাগলা দেহ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১০:৪৪
Share:

গ্রাফিক শৌভিক দেবনাথ।

হিমাচল প্রদেশের কাংরার ফতেপুরের শাহনাহার এলাকা। সেখানেই একটি গ্রামে মিলল অজ্ঞাতপরিচয় দুই মহিলার পচাগলা মৃতদেহ। ওই দুই মহিলার হাত পরস্পরের সঙ্গে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

কাংরার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল বলেন, “শাহনাহারের সাথানা গ্রাম থেকে ওই দুই মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। দেহে এতটাই পচন ধরেছে যে, এঁদের পরিচয় জানা যায়নি এখনও। কবে এঁদের মৃত্যু হয়েছে এবং কী ভাবে মৃত্যু হয়েছে তা জানতে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, দু’জনেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।”

দুই মহিলার হাত পরস্পরের সঙ্গে বাঁধা ছিল বলেও জানিয়েছে পুলিশ। ওই দুই মহিলা এলাকারই বাসিন্দা, নাকি এদের বাইরে কোথাও খুন করে এখানে ফেলে রাখা হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। এঁদের মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে তাও।

Advertisement

আরও পড়ুন: রাজ্যসভার পদে তৃণমূল লড়লে পাশে থাকবে কংগ্রেস

মোদী-বিরোধী চক্রান্ত ঘরেই, দাবি স্বামীর​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement