দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে হামলার অভিযোগে ধৃত রাজেশ সাকরিয়া। ছবি: সংগৃহীত।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালানোর আগে শালিমার বাগে তাঁর পুরনো বাড়িতে রেকি করেছিলেন অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর পুরনো বাড়ির সামনে অভিযুক্তকে দেখা যাচ্ছে, তিন মিনিট আট সেকেন্ডের এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক সাকারিয়া রাজেশভাই খিমজিভাইকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মঙ্গলবার দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তাঁকে চিহ্নিত করা হয়েছে। একটি রিকশা থেকে তাঁকে নামতে দেখা যায়। রিকশা থেকে নামার পর কাউকে একটা ফোন করছিলেন তিনি। কথা হয়ে যাওয়ার পর ফোনে কিছু একটা দেখছিলেন। পুলিশের সন্দেহ, ওই এলাকার ভিডিয়োও করেন রাজেশভাই। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে অভিযুক্তকে।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে এটা স্পষ্ট যে, অভিযুক্ত যুবক ২৪ ঘণ্টা আগে হামলার পরিকল্পনা করেছিলেন। প্রসঙ্গত, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সিভিল লাইন্সের বাসভবনে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে গুজরাতের রাজকোটের যুবক রাজেশভাইয়ের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার সকালে সরকারি বাসভবনে ‘জনশুনানি’র আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির বাসিন্দাদের তাঁদের অভাব-অভিযোগ শুনছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক যুবক কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। তার পর গালিগালাজ শুরু করেন। আচমকাই মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড় মারেন বলে অভিযোগ। তড়িঘড়ি অভিযুক্তকে ধরে ফেলে উপস্থিত জনতা। তার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।