যন্তরমন্তরে মধ্যমণি মমতা, বাম-কংগ্রেসকে ঠুকেও জোটবার্তা ‘বঙ্গাল কি শেরনি’র

ফারুক আবদুল্লা বলেন, ‘‘আমরা কি হিন্দু বা মুসলমান কাউকে বলি, এটা খাবেন না, ওটা করবেন, সেখানে যাবেন না? মুসলমানদের বলা হচ্ছে, এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। আমি এই হিন্দুদের জিজ্ঞেস করি, এই দেশটা কি আপনার বাপের। দেশটা সব ভারতীয়র।’’

Advertisement

ঈশানদেব চট্টোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৭
Share:

যন্তরমন্তরের সভায় বক্তব্য পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির যন্তরমন্তরের মঞ্চে থেকেও মোদী সরকারকে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আজই ছিল সংসদের শেষ দিন। ফলে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আর মাত্র এক মাসের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। লড়াই করতে হবে।’’ বাম কংগ্রেসের সঙ্গে রাজ্যের সমীকরণ মাথায় রেখেও জোটের বার্তা দিতে মমতা এ দিন বলেন, ‘‘রাজ্যে বাম-কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই থাকতে পারে। কিন্তু কেন্দ্রে আমরা সবাই একসঙ্গে লড়ব।’’

Advertisement

যন্তরমন্তরের মঞ্চ থেকেই বিরোধী মহাজোটকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। ফারুক এদিন বলেন, ‘‘আমাদের মধ্যে সবাই আমরা প্রধানমন্ত্রী হতে চাই। সবার খুশি চাই। প্রধানমন্ত্রী পরে হবেন। আগে এই সরকারকে হঠান।’’ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, ‘‘এই সরকারকে হঠানো খুব সহজ নয়। আমাদের সবার মন পরিষ্কার না হলে চলবে না।’’ তবে মোদী সরকারের হিন্দুত্ববাদী রাজনীতিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন এনসি প্রধান। বলেন, ‘‘আমরা কি হিন্দু বা মুসলমান কাউকে বলি, এটা খাবেন না, ওটা করবেন, সেখানে যাবেন না? মুসলমানদের বলা হচ্ছে, এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। আমি এই হিন্দুদের জিজ্ঞেস করি, এই দেশটা কি আপনার বাপের। দেশটা সব ভারতীয়র।’’

যন্তরমন্তরে আম আদমি পার্টির (আপ) ডাকে ধর্নায় বিরোধী দলগুলি। ধর্নামঞ্চে রয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাংসদ ডি রাজা-সহ বিরোধী দলের নেতানেত্রীরা। কলকাতায় মমতার ব্রিগেড সমাবেশ তথা ‘ইউনাইটেড ইন্ডিয়া র‌্যালি’তে যোগ না দিলেও দিল্লির এই সভায় বাম নেতাদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষরা। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মঞ্চে এলেন আনন্দ শর্মা।

Advertisement

আপের এই ধর্নায় যোগ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত আসতে পারেননি। প্রতিনিধি হিসেবে দানিশ আলিকে পাঠিয়েছেন। চন্দ্রবাবু নায়ডুও এসে পৌঁছেছেন। তবে মঞ্চে রয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, যশবন্ত সিনহার মতো নেতারা। এছাড়া রয়েছেন লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, রাষ্ট্রীয় লোকদলের তরফে ত্রিলোক ত্যাগী, ডিএমকে নেত্রী কানিমোঝি, অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং।

ধর্নামঞ্চে শরদ পওয়ার, শরদ যাদব, ফারুক আবদুল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালেই মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর সংসদের সেন্ট্রাল হলে বলেন, ‘‘গাঁধীজি গণতন্ত্রের প্রতীক। তাঁকে শ্রদ্ধা জানিয়ে মোদী হঠাও, দেশ বাঁচাওয়ের ডাক দিয়েছি আমরা।’’

মোদী অমিত শাহ দুর্যোধন ও দুঃশাসন, বললেন সীতারাম ইয়েচুরি।

লাইভ আপডেট

• মমতাকে ‘বাঙ্গাল কি শেরনি’, ‘আয়রন লেডি’ বলে সম্বোধন আপের

• দেরি করে পৌঁছলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

• মঞ্চে এসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা

মমতা বন্দ্যোপাধ্যায় (টিএমসি):

• বলছে, ৫৬ ইঞ্চি ছাতি, রাবণেরও তো ৫৬ ইঞ্চি ছাতি ছিল

• মোদীজি আপনার মুখ দেখুন

• গান্ধীজির কাছে গিয়েছিলাম, বললাম বাপুজি আমাদের ক্ষমা করে দেবেন

• আমি সংসদে গেছিলাম

• হোয়াটস অ্যাপ মেসেজও নিরাপদ নয়

• রাজ্যে বাম-কংগ্রেসের সঙ্গে লড়াই থাকতে পারে, কেন্দ্রে সবাই এক সঙ্গে লড়ব

• আগামী দিনে আমরা সবাই এক সঙ্গে লড়ব

• ‘ডেমোক্র্যাসি’র বদলে ‘নমোক্র্যাসি’ এসে গিয়েছে

• সব মোদী দিলে আমরা কি এমনি এমনি গদিতে আছে

• সব মোদী দিয়েছে বলে দাবি করছে, খাবার দিয়েছে, গ্যাস দিয়েছে

• গুজরাত থেকে এসেছেন, ওনার হাতে রক্ত লেগে আছে

• দুই গব্বর সিং আছে

• সবাইকে বলছে ‘গব্বর সিং আ যায়েগা’

• আমাদের রাজ্যে কংগ্রেস, বিজেপি, সিপিএম এক হয়েছে

• আমাদের সবার সঙ্গে লড়াই করা অভ্যাস হয়ে গিয়েছে

• আমাদের কিছুই সমস্যা নেই

• উত্তরপ্রদেশে এসপি, বিএসপি লড়াই করবে আমরা সঙ্গে থাকব

• আমি অনেক লড়াই করেছি, অনেক সংগ্রাম করেছি

• আমি অনেক সরকার দেখেছি, এই রকম নীচ সরকার দেখিনি

• পুলিশ কমিশনারকে ধরবে?

• দিল্লিতে কেজরিওয়াল লড়াই করবে, আমাদের সমর্থন রয়েছে

• সিবিআই-কে শেষ করে দিয়েছে

• আরবিআই গভর্নর ইস্তফা দিয়েছেন

• এর পর এক মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে

• আজ সংসদের মেয়াদ শেষ হল, শেষ হয়ে গেল

চন্দ্রবাবু নায়ডু (টিডিপি):

• যো লড়তে হ্যায়, ওহি জিততে হ্যায়

• যো ডরতে হ্যায় ও মরতে হ্যায়

• এত ভাবনা, এত ভয় পাওয়ার কিছু নেই

• এত জনসমাগম আমি আগে কখনও দেখিনি

• মমতাজি কলকাতায় যে সভা করেছিলেন, সেটা খুব বড় সভা ছিল

• মোদী সরকারের চাপেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্জিত পটেল

• রাফাল চুক্তিতে হস্তক্ষেপ করেছে কেন্দ্র

• গুজরাতের মডেল সারা দেশে চলে না

• কেন্দ্রে গুজরাত মডেল চালানোর চেষ্টা করছেন মোদী

• রাজধর্ম পালন করছেন না নরেন্দ্র মোদী

• কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে

• মোদীর সময় শেষ হয়ে এসেছে

• আর ৭০-৮০ দিন থাকবে মোদীর সরকার

শরদ পওয়ার (এনসিপি):

• কিন্তু নির্বাচনের পর মনমোহন সিংহ কে বেছে নিয়েও আমরা দেশকে ১০ বছরের জন্য একটা মজবুত সরকার দিতে পেরেছি

• মনমোহন সিংহ নিজেও জানতেন না, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন

• আমরা মনমোহন সিংহকে দেখিয়ে নির্বাচনে লড়িনি

• নতুন প্রজন্মকে উঠে দাঁড়ানোর পথ দেখালেন এই দু’জন

• দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষা কররা জন্য যে লড়াই দরকার, এরা দু’জন সেই লড়াইয়ের পথ দেখালেন

• আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই

আনন্দ শর্মা (কংগ্রেস):

• খুব বড় আকারে ঐক্য দেখা গিয়েছিল মমতাজির ডাকে

• কলকাতায় মমতাজি যখন ডেকেছিলেন, তখন সবাই এক মঞ্চে হাজির হয়েছিলেন

• আজ আমরা সবাই এক মঞ্চে আসতে পেরেছি

• আজ সবাই এক মঞ্চে আসতে পারছেন

• তবে বিরোধীরা একজোট রয়েছে বলেও মন্তব্য করেছেন আনন্দ শর্মা

• ফারুক আবদুল্লার বার্তা সমর্থন করলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা


ফারুক আবদুল্লা (এনসি):

• প্রধানমন্ত্রী পরে হবেন, আগে তো মোদীকে হঠান

• আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই, সবার খুশি চাই

• এই সরকারকে হঠানো কিন্তু খুব সহজ নয়। আমাদের মন পরিষ্কার না হলে চলবে না

• বিরোধী জোটের প্রচেষ্টা কে তাৎপর্যপূর্ণ বার্তা ফারুক আবদুল্লার

• আমি এই হিন্দুদের জিজ্ঞেস করি, এই দেশটা কি আপনার বাপের? এই দেশটা সব ভারতীয়র

• মুসলমানদের বলা হচ্ছে, এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে

• আমরা কি হিন্দুদের বলি, এখানে যাবে না, এটা খাবেন না?

• আমরা মুসলমানদের বলি যে এই দেশটা আপনাদের নয়?

শরদ যাদব (এলজেডি):

• মোদী সরকারকে ঝেটিয়ে বিদায় করতে হবে

• দেশে গণতন্ত্র শেষ করে দিচ্ছে মোদী সরকার

• কৃষকদের সর্বনাশ করে দিচ্ছে

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন