Covid 19 Delhi

দিল্লিতে করোনার চোখরাঙানি! এক দিনে আক্রান্তের সংখ্যা ৬০০ পার

দিল্লিতে আরও বৃদ্ধি পেল দৈনিক করোনা সংক্রমণ। এক দিনে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪০ জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২১:৫৮
Share:

করোনা সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়ছে দিল্লিতে। প্রতীকী ছবি।

করোনার চোখরাঙানি ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে দিল্লিতে। বৃহস্পতিবার আরও বৃদ্ধি পেল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৬ জন। এক দিনে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়েছেন ৩৪০ জন।

Advertisement

গত কয়েক দিন ধরেই দিল্লিতে আবার বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০ পার করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে সংক্রমণ আরও বৃদ্ধি পেল।

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দিল্লিতে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। যাঁদের শরীরে করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অরবিন্দ কেজরীওয়ালের সরকার। বুধবার দিল্লির মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন যে, পরিস্থিতি মোকাবিলায় পুরসভার হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। দিল্লির বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

গত কয়েক দিন ধরে দেশেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিল্লির পাশাপাশি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মহারাষ্ট্রেও। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন